হায়দরাবাদ: ভারতেই তৈরি হবে আইফোন (iPhone)। তেলঙ্গানায় (Telangana) কারখানা তৈরি করতে চলেছে অ্য়াপেলের পণ্য প্রস্তুতকারক সংস্থা ফক্সকন (Foxconn)। আজ, সোমবার তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও জানান, তেলঙ্গানায় আইফোনের কারখানা তৈরি হতে চলেছে। অ্যাপেলের পণ্য প্রস্তুতকারক সংস্থা ফক্সকন তেলঙ্গানায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। এই কারখানা তৈরি হলে রাজ্যে প্রায় ২৫ হাজার কর্মসংস্থানের (Job) সুযোগ তৈরি হবে।
জানা গিয়েছে, হায়দরাবাদের কাছে রাঙ্গা রেড্ডি জেলার কোঙ্গার কালানে ফক্সকন প্ল্যান্ট তৈরি হবে। রাজ্য়ে কর্মসংস্থান থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য এই বিনিয়োগ লাভজনক হবে বলেই জানানো হয়েছে। আজই ফক্সকন সংস্থার বিনিয়োগের কথা ঘোষণা করে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটি রামা রাও টুইট করে বলেন, “তেলঙ্গানা গতিকে তুলে ধরে আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে তেলঙ্গানার কোঙ্গার কালানে ফক্সকন প্ল্যান্ট তৈরি হতে চলেছে। ৫০ কোটি ডলারের এই বিনিয়োগে প্রথম দফাতেই রাজ্যে অন্তত ২৫ হাজার কর্ম সংস্থান হবে।”
Demonstrating the “Telangana Speed”, I am happy to announce the groundbreaking of first of Foxconn’s plants in Telangana at Kongar Kalaan today
With an investment of over $500M it shall create 25,000 direct jobs in first Phase #Telangana #Foxconn pic.twitter.com/PHThJWxsfT
— KTR (@KTRBRS) May 15, 2023
তেলঙ্গানার তথ্য় প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী কেটি রামা রাও জানান, তেলঙ্গানা সরকার ও ফক্সকন সংস্থার মধ্যে চুক্তিতে যে নতুন কারখানা তৈরি করা হবে, তাতে বিশ্বমানের পণ্য তৈরি করা হবে আন্তর্জাতিক বাজারের জন্য। একইসঙ্গে ফক্সকন টেকনোলজির বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনাতেও এটা বড় পদক্ষেপ।
তাইওয়ানের তাইপেই শহরে ফক্সকন সংস্থার সদর দফতর রয়েছে। বিশ্বের বৃহত্তম আইফোন প্রস্তুতকারক সংস্থার অধিকাংশ কারখানাই চিনে অবস্থিত হলেও, করোনা সংক্রমণ ও বেজিংয়ে কড়া লকডাউনের কারণে ফক্সকন সংস্থার উৎপাদনে ব্যাপক প্রভাব পড়ে। এরফলে গোটা বিশ্বেই আইফোন সহ অ্য়াপেলের পণ্য সরবরাহে প্রভাব পড়ে।