Virat Kohli: IPL-র এই সিজনে কোহলির ফি ২১ কোটি টাকা, কত টাকা ট্যাক্স দিতে হবে তাঁকে?
Income Tax: যেহেতু আরসিবির কর্মী নন, চুক্তিতে রয়েছেন বিরাট কোহলি, তাই তাঁকে আয়কর আইন ১৯৬১-র ২৮ ধারার অধীনে আয়কর দিতে হবে। বিরাট আয়করের সর্বোচ্চ স্ল্যাবের অধীনেই পড়েন।

নয়া দিল্লি: শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মহারণ। আইপিএলের প্রথম ম্যাচেই সেরা পারফর্মার বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। শুধু রয়্যাল চ্যালেঞ্জার ব্য়াঙ্গালোরই নয়, আইপিএলের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট। অন্যতম দামি খেলোয়াড়ও বটে। এই সিজনের জন্য ২১ কোটি টাকা ফি পাচ্ছেন বিরাট, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।
২০০৮ সাল থেকে ২০১০ সালের মধ্যে আইপিএলে প্রতি সিজনে বিরাট কোহলি পেতেন ১২ লক্ষ টাকা। ২০১১ থেকে ২০১৩ সালে তাঁর বেতন এক লাফে ৮.২৮ কোটি টাকা হয়ে যায়। ২০১৪ থেকে ২০১৭ সালে সেই বেতন আরও বেড়ে ১২.৫ কোটি টাকা হয়। ২০২১ সাল পর্যন্ত ১৭ কোটি টাকা বেতন ছিল বিরাটের। সেখানেই এখন ২৫ কোটি টাকা পাবেন। বিগত ১৮ বছরের আইপিএলেই কিং কোহলি ১৭৯.৭০ কোটি টাকা বেতন পেয়েছেন।
এ তো গেল বেতনের কথা। এবার এই বেতনের উপরে কত টাকা আয়কর দিতে হবে বিরাট কোহলিকে, জানেন?
যেহেতু আরসিবির কর্মী নন, চুক্তিতে রয়েছেন বিরাট কোহলি, তাই তাঁকে আয়কর আইন ১৯৬১-র ২৮ ধারার অধীনে আয়কর দিতে হবে। বিরাট আয়করের সর্বোচ্চ স্ল্যাবের অধীনেই পড়েন। নতুন আয়কর কাঠামোয় ১৫ লক্ষ টাকার উপরে আয়ে ৩০ শতাংশ কর দিতে হয়, সেই হিসাবে ২১ কোটির ৩০ শতাংশ হচ্ছে ৬.৩ কোটি টাকা।
এর উপরে আবার সারচার্জ বসবে, যেহেতু তাঁর আয় ৫ কোটি টাকার বেশি। ৬.৩ কোটি টাকায় ২৫ শতাংশ সারচার্জের হিসাবে দাঁড়াবে ১.৫৭ কোটি টাকা। এর সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা সেস বাবদ ৪ শতাংশ ট্যাক্স বসবে। অর্থাৎ আরও ৩১ লক্ষ টাকা যোগ হবে। এই সব মিলিয়ে ৮.১৯ কোটি টাকা দিতে হবে।





