
জেরুজালেম: ইরান-ইজরায়েলের সংঘাত চরমে। ইজরায়েল যেমন ইরানের উপরে আঘাত করছে, পাল্টা প্রত্যাঘাত করছে ইরানও। শনিবার রাতে ইজরায়েলের হাইফা পোর্টে আছড়ে পড়ে ইরানের ছোড়া মিসাইল। এই হাফিয়াতেই রয়েছে আদানি গ্রুপের বন্দর। অনেকেরই প্রশ্ন, আদানির বন্দরও কি ধ্বংস হয়ে গিয়েছে?
সূত্রের খবর, ইরানের ছোড়া ব্যালেস্টিক মিসাইলে গৌতম আদানির সংস্থা পরিচালিত বন্দরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে কাজকর্ম স্বাভাবিক চলছে।
জানা গিয়েছে, ইরান যে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছিল, তা হাইফা পোর্ট ও তার পার্শ্ববর্তী ওয়েল রিফাইনারিকে নিশানা করেছিল। বন্দরের কেমিক্যাল টার্মিনাল ও ওয়েল রিফাইনারিতে মিসাইলের কিছু ভাঙা অংশ পড়লেও, তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আহতও হয়নি।
আদানি পরিচালিত বন্দরে কার্গো চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। বর্তমানে ওই বন্দরে ৮টি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। তবে আদানি গ্রুপ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
প্রসঙ্গত, হাইফা বন্দর ইজরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। ইজরায়েলের আমদানির ৩০ শতাংশই এই বন্দর থেকে হয়। গৌতম আদানির সংস্থা এই বন্দর নিয়ন্ত্রণ করে। ৭০ শতাংশ শেয়ারই আদানি গ্রুপের।