নয়া দিল্লি: ‘পৃথিবীর স্বর্গ যদি কোথাও থাকে সেটা এখানেই আছে…’। কাশ্মীর সম্পর্কে এই কথাটি ষোল আনা সত্য। তাই কাশ্মীর (Kashmir) বেড়াতে যাওয়া অধিকাংশেরই স্বপ্ন, সে হানিমুন হোক বা সোলো ট্রাভেল হোক। শ্বেতশুভ্র তুষারাবৃত সোনমার্গ, গুলমার্গ, টিউলিপে ভরা পহেলগাঁও, ডাল লেক-এর অভাবনীয় সৌন্দর্য অভাবনীয়। কিন্তু, অনেকেরই ইচ্ছা থাকলেও কাশ্মীর যাওয়া সম্ভব হয় না কেবল সঙ্গী ও সাহসের অভাবে। তবে এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল IRCTC। কাশ্মীর ভ্রমণের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে IRCTC, যা আপনার ভ্রমণ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর করবে। এই প্যাকেজের মধ্যে ফ্লাইট থেকে হোটেল পর্যন্ত সমস্তটাই রয়েছে।
IRCTC সূত্রে খবর, আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৩ থেকে IRCTC-র কাশ্মীর ট্যুর প্যাকেজ শুরু হবে। এই ট্যুর প্যাকেজে শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এবং পহেলগাঁও ভ্রমণ এবং থাকার ব্যবস্থা করা হবে। এই ট্যুরটি হবে মোট ৫ রাত ও ৬ দিনের। প্যাকেজের বিস্তারিত বিবরণ নীচে দেখুন।
ফ্লাইট এবং হোটেল খরচ অন্তর্ভুক্ত
IRCTC ট্যুর প্যাকেজে আপনার ৫ রাত ৩ দিনের হোটেলে থাকা এবং ফ্লাইটের খরচ অন্তর্ভুক্ত থাকবে। একটি গ্রুপে যত বেশি লোক থাকবে, ট্যুরটি তত সস্তা হবে। যদি একজনের জন্য ট্যুরট বুকিং করা হয়, তাহলে খরচ পড়বে ৪০,৪৫০ টাকা। ২ জনের জন্য বুকিং করতে জনপ্রতি খরচ হবে ৩৬,৩১০ টাকা, আর গ্রুপে ৩ জন থাকলে এই ট্যুরের খরচ হবে ৩৫,১১০ টাকা।
আপনি যদি পারিবারিক ভ্রমণ করেন, তাহলে ৫ বছর থেকে ১১ বছরের শিশুর পৃথক বিছানা সহ জনপ্রতি ২৭,৭০০ টাকা দিতে হবে। আর ৫ বছর থেকে ১১ বছর বয়সি শিশুদের বিছানা ছাড়া ভ্রমণের জন্য জনপ্রতি চার্জ হবে ২৫,৩৪০ টাকা।
শ্রীনগরের ফ্লাইট কোথায় পাবেন?
IRCTC এই কাশ্মীর ট্যুর প্যাকেজের নাম ফ্যাসিনেটিং কাশ্মীর (EPA014)। বর্তমানে, এই ট্যুর প্যাকেজটি মূলত পাটনায় বসবাসকারী লোকেদের জন্য করা হচ্ছে। অর্থাৎ পাটনা থেকে ২০ সেপ্টেম্বর বিমান পাওয়া যাবে এবং সেদিনই বিমানটি শ্রীনগরে পৌঁছবে।