নয়া দিল্লি: ভবিষ্যত সুরক্ষিত করতে অল্প বয়স থেকেই সঞ্চয় করা দরকার। চাকুরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসা হল ইপিএফও। প্রতি মাসেই বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেয়। স্যালারি থেকে টাকা তো কেটে নেয়, কিন্তু সেই টাকা কি জমা পড়ছে পিএফ অ্যাকাউন্টে?
সম্প্রতিই এমন বহু ঘটনা সামনে এসেছে, যেখানে কর্মীরা জানতে পেরেছেন, প্রতি মাসে তাদের বেতন থেকে পিএফের জন্য টাকা কেটে নেওয়া হলেও, তা জমা পড়েনি। আপনার সঙ্গেও যাতে এমন প্রতারণা না হয়, তার জন্য সহজ উপায়ে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে নিন।
আপনার UAN নম্বর সক্রিয় থাকলে, আপনি SMS এর মাধ্যমেও আপনার পিএফ ব্যালেন্স দেখতে পারেন। এর জন্য-
এছাড়াও মিসড কল দিয়েও পিএফ ব্যালেন্স চেক করা যায়।এর জন্য আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে পিএফ ব্যালেন্সের তথ্য পাঠানো হবে।