প্রতি মাসে বেতন থেকে টাকা কাটছে, সেই টাকা PF অ্যাকাউন্টে জমা পড়ছে তো?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 12, 2025 | 2:00 PM

EPFO: এমন বহু ঘটনা সামনে এসেছে, যেখানে কর্মীরা জানতে পেরেছেন, প্রতি মাসে তাদের বেতন থেকে পিএফের জন্য টাকা কেটে নেওয়া হলেও, তা জমা পড়েনি।

প্রতি মাসে বেতন থেকে টাকা কাটছে, সেই টাকা PF অ্যাকাউন্টে জমা পড়ছে তো?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: ভবিষ্যত সুরক্ষিত করতে অল্প বয়স থেকেই সঞ্চয় করা দরকার। চাকুরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসা হল ইপিএফও। প্রতি মাসেই বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেয়। স্যালারি থেকে টাকা তো কেটে নেয়, কিন্তু সেই টাকা কি জমা পড়ছে পিএফ অ্যাকাউন্টে?

সম্প্রতিই এমন বহু ঘটনা সামনে এসেছে, যেখানে কর্মীরা জানতে পেরেছেন, প্রতি মাসে তাদের বেতন থেকে পিএফের জন্য টাকা কেটে নেওয়া হলেও, তা জমা পড়েনি। আপনার সঙ্গেও যাতে এমন প্রতারণা না হয়, তার জন্য সহজ উপায়ে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে নিন।

ইপিএফও (EPFO)-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের পিএফ ব্যালেন্স সম্পর্কে জানা যায়। এভাবে সহজে পিএফ ব্যালেন্স দেখুন-

  • প্রথমেই ইপিএফও(EPFO) ওয়েবসাইটে যান।
  • এবার  পরিষেবা বা সার্ভিস সেকশনে যান এবং এমপ্লয়িজ অপশনে ক্লিক করুন।
  • পরের ধাপে পাসবুক অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড লিখুন।
  • লগইন করার পরে, আপনি আপনার পাসবুক দেখতে পাবেন, যেখানে আপনি পিএফ ব্যালেন্স দেখতে পাবেন। কোন মাসে কত টাকা জমা পড়েছে, সেই সম্পর্কেও জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ব্যালেন্স দেখুন-

আপনার UAN নম্বর সক্রিয় থাকলে, আপনি SMS এর মাধ্যমেও আপনার পিএফ ব্যালেন্স দেখতে পারেন। এর জন্য-

  • আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে EPFO UAN টাইপ করুন।
  • এই মেসেজটি পাঠান 7738299899 নম্বরে।
  • আপনি SMS-এর মাধ্যমে আপনার PF ব্যালেন্স সম্পর্কে তথ্য পাবেন।

এছাড়াও মিসড কল দিয়েও পিএফ ব্যালেন্স চেক করা যায়।এর জন্য আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে পিএফ ব্যালেন্সের তথ্য পাঠানো হবে।

Next Article