Alia Bhatt-Isha Ambani: নতুন মায়েদের বন্ধুত্ব! আলিয়া ভাটের এড-এ-মাম্মার ৫১ শতাংশ অধিগ্রহণ করল ইশা অম্বানীর রিলায়েন্স রিটেল

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 08, 2023 | 8:00 AM

Reliance-Ed-a-Mamma Partnership: ২০২০ সালে এড-এ-মাম্মা লঞ্চ করেন আলিয়া ভাট। প্রথমে এই সংস্থা ২ থেকে ১২ বছরের শিশুদের জন্য পোশাক বিক্রি করত। প্রাকৃতিক উপায়ে তৈরি ও প্রকৃতির থিমের উপরে ভিত্তি করে পোশাক বানানো হয়, যা অল্পসময়ের মধ্য়েই জনপ্রিয়তা অর্জন করে।

Alia Bhatt-Isha Ambani: নতুন মায়েদের বন্ধুত্ব! আলিয়া ভাটের এড-এ-মাম্মার ৫১ শতাংশ অধিগ্রহণ করল ইশা অম্বানীর রিলায়েন্স রিটেল
হাত মেলাল ইশা অম্বানী-আলিয়া ভাট।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: শুধু অভিনয়েই নয়, বিভিন্ন ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক ব্যবসা রয়েছে তাঁর। ২০২০ সালে তিনি পা রেখেছিলেন পোশাক বিপণনী ব্যবসাতেও। শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য আনেন পোশাক ব্রান্ড এড-এ-মাম্মা ( Ed-a-mamma)। এবার আলিয়ার সংস্থার সঙ্গে হাত মেলাল রিলায়েন্স সংস্থা। বুধবারই রিলায়েন্স রিটেল ভেনচারস লিমিটেডের তরফে জানানো হয়, আলিয়া ভাটের সংস্থা এড-এ-মাম্মা-র ৫১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করা হচ্ছে।

সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে মিলিত উদ্যোগে ‘এড-এ-মাম্মা’কে আরও বড় স্তরে নিয়ে যাওয়া হবে। আরআরভিএল যুব প্রজন্মের জন্য যে ফ্যাশনের প্রচার করছে, তার জন্যও এটি একটি বড় পদক্ষেপ।

২০২০ সালে এড-এ-মাম্মা লঞ্চ করেন আলিয়া ভাট। প্রথমে এই সংস্থা ২ থেকে ১২ বছরের শিশুদের জন্য পোশাক বিক্রি করত। প্রাকৃতিক উপায়ে তৈরি ও প্রকৃতির থিমের উপরে ভিত্তি করে পোশাক বানানো হয়, যা অল্পসময়ের মধ্য়েই জনপ্রিয়তা অর্জন করে। অনলাইনের পাশাপাশি অফলাইনে বিভিন্ন দোকানেও আলিয়া ভাটের ব্রান্ডের পোশাক পাওয়া যায়। গত বছর, আলিয়া ভাট সন্তান-সম্ভবা হওয়ার পর তাঁর সংস্থাও পরিধিতে বড় হয়। নবজাতক শিশু ও হবু মায়েদের জন্য়ও পোশাক বিক্রি শুরু করে এই ব্রান্ড।

আলিয়ার সংস্থার সঙ্গে হাত মেলানোর প্রসঙ্গে আরআরভিএলোর ডিরেক্টর ইশা অম্বানী জানান, তিনি বরাবরই আলিয়া ও তাঁর সংস্থার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। পরিবেশ বান্ধব পোশাক তৈরিই এই সংস্থার মূল ভিত্তি। রিলায়েন্স সংস্থাও ফ্যাশন জগতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়।

আলিয়া ভাটও বলেন, “নতুন মা হিসাবে আমার ও ইশার চিন্তাভাবনা অনেকটা একই রকম। আমি ওকে (ইশা অম্বানী) বলেছিলাম এড-এ-মাম্মায় আমরা কী করছি এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি করার জন্য় কী কী সুযোগ রয়েছে। তখন ও বলে রিলায়েন্স এই শক্তি জোগাতে পারে। সেই আলোচনা থেকেই আজকের এই যৌথ উদ্যোগ।”

Next Article