
পৃথিবী থেকে প্রায় ৭৪০ কিলোমিটার দূরে এবার এক অ্যান্টেনা বসাল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো (ISRO)। আর এই কাজে তাদের সঙ্গে ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। ৩৩ ফুট দীর্ঘ এই অ্যান্টেনার মাধ্যমে পৃথিবীর উপরিভাগে একাধিক ক্ষেত্রে নজরদারি চালাবে এই ২ সংস্থা।
ইসরো ও নাসার যৌথ ভাবে শুরু করা সিন্থেটিক অ্যাপারচার মিশন বা নিসার-এর অধীনে হিমবাহ, বন-জঙ্গল, ভূমিকম্প বা জলবায়ু পরিবর্তনের মতো একাধিক বিষয়ে আরও ভাল করে নজরদারি চালাবে এই অ্যান্টেনা। আর এতে উপকৃত হবেন পৃথিবীর কোটি কোটি মানুষ। জানা গিয়েছে এই অ্যান্টেনা মেঘের পুরু চাদর ভেদ করেও পৃথিবীর উপরিভাগের স্পষ্ট ছবি তুলতে পারে। আর আধুনিক এই প্রযুক্তির কারণে পৃথিবীতে কোনও বিপর্যয় হলেও সুবিধা পাবে বিপর্যয় মোকাবিলা দল।
অনেক সময়ই আবহাওয়ার কারণে কাজ করতে পারে না কৃত্রিম উপগ্রহগুলো। কিন্তু এই নিসার উপগ্রহ যে কোনও আবহাওয়ায়, দিনে বা রাতে কাজ করতে পারে। ফলে, ভূ-প্রাকৃতিক যে কোনও সামান্য পরিবর্তনের আভাসও দিতে পারবে এই উপগ্রহ। আর সেই তথ্যের মাধ্যমেই আটকে যাওয়া যাবে যে কোনও বিপর্যয়। আর সেখানেই এই উপগ্রহের সার্থকতা বোঝা যাবে।