যেন বাড়ির Aadhaar নম্বর, UPI-এর পর নতুন বিপ্লব DIGIPIN, জায়গা খুঁজে পেতে আর কোনও সমস্যাই হবে না!

DIGIPIN: ইউপিআই ব্যবস্থা ভারতীয় জনমানসে যে বিরাট পরিবর্তন নিয়ে এসেছিল ভারতীয় ডাকের এই ব্যবস্থাও নিয়ে আসতে চলেছে সেই একই ধরণের পরিবর্তন।

যেন বাড়ির Aadhaar নম্বর, UPI-এর পর নতুন বিপ্লব DIGIPIN, জায়গা খুঁজে পেতে আর কোনও সমস্যাই হবে না!

Jun 08, 2025 | 1:03 PM

একটামাত্র নম্বর, আর তাতেই আপনার বাড়িতে পৌঁছে যাবে যে কেউ। শুনতে অবাক লাগলেও ভারতীয় ডাক ব্যবস্থার নতুন এই সিস্টেম, তাজ্জব করেছে বিশেষজ্ঞদের। অনেকেই বলছে ইউপিআই ব্যবস্থা ভারতীয় জনমানসে যে বিরাট পরিবর্তন নিয়ে এসেছিল ভারতীয় ডাকের এই ব্যবস্থাও নিয়ে আসতে চলেছে সেই একই ধরণের পরিবর্তন।

আপনার বাড়ির যে পিনকোড তা শুধুমাত্র আপনার বাড়ি বা আপনার পাড়ার, এমনটা নয়। একটা পিনকোড বিরাট এক এলাকার সার্ভ করে। ফলে শুধুমাত্র পিনকোড দিয়ে কাউকে আপনার বাড়ির ঠিকানায় পাঠানো আর খড়ের গাদায় সূচ খোঁজা একই ব্যপার। ই-কমার্স সাইটে কোনও কিছু অর্ডার করলে তার জন্য আপনাকে দিতে হয় পুরো ঠিকানা। তারপরও ডেলিভারি পার্সন এসে আপনাকে ফোন করে বাড়ির রাস্তা জিজ্ঞাস করে।

কিন্তু ভারতীয় ডাকের ডিজিপিন আপনাকে বলে দেবে আপনার অ্যাকিউরেট লোকেশন। অনেকুটা অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মাধ্যমে কোনও জায়গা খুঁজে নেওয়ার মতো। ঠিক যে জায়গায় আপনি পৌঁছতে চান, সেই জায়গার নির্দিষ্ট ডিজিপিন দিলেই একদম লাইভ লোকেশনের মতো সেই জায়গা জানতে পারবেন আপনি।

প্রতি ৪ মিটারে ডিজিপিন বদলে যায়। ফলে আপনার বাড়ির মধ্যেই হয়তো একাধিক ডিজিপিন রয়েছে। ভারতের ম্যাপকে ৪x৪ সাইজের বর্গক্ষেত্রের মধ্যে বসানো হল। আবার প্রতিটা বর্গক্ষেত্রাকার অংশকে আবারও ৪x৪ ভাগে ভাগ করা হল। এমন করতে করতে যতক্ষণ না প্রতিটা বর্গক্ষেত্রের মাপ ৪ মিটার x ৪ মিটার হচ্ছে ততক্ষণ ভাগ করে করে একেবারে অ্যাকিউরেট ডিজিপিন তৈরি করেছে ভারতীয় ডাক।

কীভাবে জানবেন আপনার ডিজিপিন?

নিজের এলাকার ডিজিপিন জানার জন্য https://dac.indiapost.gov.in/mydigipin/home -এই ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। সেখান থেকেই জানতা পারবেন আপনার বাড়ির সঠিক ডিজিপিন।