AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio in Mutual Fund: আপনার টাকায় শেয়ারের কারবার করবে Jio, অম্বানিকে ‘সবুজ সংকেত’ SEBI-র

Jio to Open Mutual Fund: এদিন জিও ব্ল্যাকরক অ্য়াসেট ম্যানেজমেন্ট একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ভারতীয় মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য একটি উদ্ভাবনী বিনিয়োগ ব্যবস্থা তৈরি করবে সংস্থা। একদিক জিও ফিনান্সিয়াল সার্ভিসের ডিজিটাল প্রসার।

Jio in Mutual Fund: আপনার টাকায় শেয়ারের কারবার করবে Jio, অম্বানিকে 'সবুজ সংকেত' SEBI-র
প্রতীকী ছবিImage Credit: Getty Image | PTI
| Updated on: May 27, 2025 | 3:59 PM
Share

নয়াদিল্লি: মানুষের মনে আস্থা জুগিয়েছে রিলায়েন্স। সে জিও টেলিকম পরিষেবা হোক কিংবা মাসিক জিনিসপত্র কেনার করার জন্য রিলায়েন্সের স্মার্ট বাজার। সব ক্ষেত্রেই এখন রিলায়েন্সের আধিপত্য। বাকি ছিল শেয়ারের কারবারটা। এবার তাতেও হাত পাকানোর ব্যবস্থা মুকেশ অম্বানির। অনুমোদন সেবিও।

মঙ্গলবার, জিও ব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্টকে মিউচুয়াল ফান্ড নিয়ে ব্যবসা শুরুর অনুমতি দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। ভারতীয় নন-ব্যাঙ্কিং সংস্থা জিও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ও আমেরিকার ব্ল্যাকরক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগেই শুরু হচ্ছে এই মিউচুয়াল ফান্ড (Mutual Fund) ব্যবসা। আর তাতেই সবুজ সংকেত সেবির।

এদিন জিও ব্ল্যাকরক অ্য়াসেট ম্যানেজমেন্ট একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ভারতীয় মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য একটি উদ্ভাবনী বিনিয়োগ ব্যবস্থা তৈরি করবে সংস্থা। একদিক জিও ফিনান্সিয়াল সার্ভিসের ডিজিটাল প্রসার। অন্যদিকে আমেরিকা বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থা ব্ল্যাকরকের অভিজ্ঞতা। এই দুইয়ের মেলবন্ধনেই বিনিয়োগকারীদের সুবৃদ্ধি ঘটানো হবে।

উল্লেখ্য, এই মিউচুয়াল ফান্ড সংস্থার জন্য যৌথ উদ্যোগে মোট ১১৭ কোটি টাকা খরচ করতে চলেছে জিও ও মার্কিন ব্ল্যাকরক ম্যানেজমেন্ট। জিও ফিনান্সিয়াল সার্ভিস ইতিমধ্য়েই নিফটি ১০০ বা বিএসই ১০০ সূচকের মধ্য়েই রয়েছে। এবার সেই খান থেকে আরও এক নতুন যাত্রার সূচনা অম্বানির সংস্থার। ২০২৩ সালে রিলায়েন্সের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর জিও ও ব্ল্যাকরকের যৌথ উদ্যোগে ৫০:৫০ যৌথ উদ্যোগে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা তৈরির ঘোষণা করে।