Jio Happy New Year Offer: অম্বানীর নতুন উপহার, এবার ফ্রিতে পাবেন AI!

Reliance Jio, Happy New Year Offer: মাই জিও অ্যাপে গিয়ে আপনার পছন্দের প্ল্যানটি রিচার্জ করলেই ওটিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অফারগুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। ১৮ বছরের বেশি বয়সী গ্রাহকরাই জেমিনাই প্রো ব্যবহারের সুযোগ পাবেন বলে জানা গিয়েছে।

Jio Happy New Year Offer: অম্বানীর নতুন উপহার, এবার ফ্রিতে পাবেন AI!
জিওর এই রিচার্জই বাজিমাত!Image Credit source: Getty Images

Dec 19, 2025 | 4:02 PM

নতুন বছর আসছে। বাকি মাত্র আর কয়েকটা দিন। আর সেই নতুন বছর আসার আগেই এবার গ্রাহকদের জন্য ঝুলি উপুড় করে দিল রিলায়েন্স জিও। শুক্রবার সকালে সংস্থা সূত্রে জানানো হয়েছে, তিনটি বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ প্রিপেড প্ল্যান নিয়ে আসা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো গুগল জেমিনাই প্রো।

হিরো অ্যানুয়াল রিচার্জ

৩৫৯৯ টাকার বার্ষিক এই প্ল্যানে আপনি পাবেন প্রতিদিন ২.৫ জিবি ডেটা। তবে আসল চমক হলো ৩৫,১০০ টাকা মূল্যের জেমিনাই প্রো সাবস্ক্রিপশন। অর্থাৎ, প্রায় বিনামূল্যে ১৮ মাসের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ২ টিবি ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন আপনি।

সুপার সেলিব্রেশন মান্থলি

এক মাসের রিচার্জে খরচ মাত্র ৫০০ টাকা। কিন্তু এই দামে আপনি ওটিটির মেলা চান? এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি মিলবে ইউটিউব প্রিমিয়াম, আমাজন প্রাইম এবং হইচই-এর মতো প্ল্যাটফর্ম। এখানেও ১৮ মাসের জেমিনাই প্রো একদম ফ্রি।

জিও ফ্লেক্সি প্যাক

যাঁরা সস্তায় ডেটা আর বিনোদন খুঁজছেন, তাঁদের জন্য ১০৩ টাকার এই প্ল্যান সেরা প্ল্যান। ২৮ দিনের মেয়াদে মিলবে মোট ৫ জিবি ডেটা। সঙ্গে তিনটি আলাদা ওটিটি বান্ডেলের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে।

কীভাবে পাবেন এই সুবিধা? খুবই সহজ। মাই জিও অ্যাপে গিয়ে আপনার পছন্দের প্ল্যানটি রিচার্জ করলেই ওটিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অফারগুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। ১৮ বছরের বেশি বয়সী গ্রাহকরাই জেমিনাই প্রো ব্যবহারের সুযোগ পাবেন বলে জানা গিয়েছে।

নতুন বছরে পকেটের চাপ কমিয়ে বিনোদনের ডালি সাজাতে অম্বানীর এই চাল টেলিকম বাজারে বড়সড় কম্পন সৃষ্টি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।