Elon Musk-এর Starlink-কে টক্কর দিতে তৈরি Jio, ফাইবারের দরকারই নেই, UBR-ই যথেষ্ট জানাল Mukesh Ambani-র কোম্পানি!

Reliance Jio: জিও জানিয়েছে তাদের Unlicensed Band Radio (UBR) বেসড ইন্টারনেট সার্ভিস নাকি ব্রডব্যান্ড পরিষেবার থেকে অনেকগুণ এগিয়ে।

Elon Musk-এর Starlink-কে টক্কর দিতে তৈরি Jio, ফাইবারের দরকারই নেই, UBR-ই যথেষ্ট জানাল Mukesh Ambani-র কোম্পানি!
Image Credit source: Getty Image | PTI

Aug 13, 2025 | 6:54 PM

ভারতে ব্যবসা করার অনুমোদন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইলন মাস্কের স্টারলিঙ্ক। আর তারা এলে তাদের স্যাটেলাইট বেসড প্রযুক্তি যে বাকিদের রীতিমতো প্রতিযোগিতায় ফেলবে, তা মনে করছেন বিশেষজ্ঞরা। আর এর মধ্যেই জিওর একটা দাবিতে নড়েচড়ে বসেছে বিশেষজ্ঞ মহল।

জিও জানিয়েছে তাদের Unlicensed Band Radio (UBR) বেসড ইন্টারনেট সার্ভিস নাকি ব্রডব্যান্ড পরিষেবার থেকে অনেকগুণ এগিয়ে। আর ভারতের মতো একটা বৃহৎ দেশে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস দেওয়ার থেকে UBR বেসড সার্ভিস অনেক কম খরচ সাপেক্ষ। অর্থাৎ, UBR বেসড 5G ইন্টারনেট সার্ভিসে সাধারণ মানুষ অনেক কম খরচ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আর এখানেই স্টারলিঙ্ককে টক্কর দিচ্ছে জিও। কারণ মনে করা হচ্ছে ভারতে সার্ভিস দেওয়ার শুরু করলেও স্টারলিঙ্কের ইন্টারনেটের খরচ প্রতি মাসে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকায় ঠেকে যাবে। আর সেই কারণেই সস্তায় ইন্টারনেট দিয়ে গোটা দেশের মন জিতে নিতে চাইছে জিও, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।