
নয়া দিল্লি: একদিকে বিশ্ব সুন্দরী, অন্যদিকে বলিউডের বেগম- ২০০০-র দশকে হিন্দি সিনেমার জগত শাসন করেছেন এই দুই সুন্দরী। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন ও করিনা কাপুর খানের। দুই সন্তানে মা হওয়ার পরও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন করিনা। সেখানেই ঐশ্বর্যকে রুপালি পর্দায় দেখা যায় না অনেকদিন। তবে আন্তর্জাতিক নানা অনুষ্ঠানে এখনও ভারতের মুখ হিসাবে ডাক পড়ে রাই সুন্দরীর। তবে ঐশ্বর্য ও করিনার মধ্যে অদ্ভুত একটা যোগ রয়েছে। তাঁদের দুইজনের শাশুড়িই অভিনেত্রী। দুইজনেই আবার উঠে এসেছেন বাংলা থেকে। জয়া বচ্চন ও শর্মিলা ঠাকুরের মধ্যে কে বেশি ধনী জানেন?
শর্মিলা ঠাকুর যেখানে নবাব পরিবারের বধূ, সেখানেই জয়া বচ্চন অমিতাভের ঘরণী। তাদের দুইজনেরই আলাদা একটা আভিজাত্য রয়েছে। বর্তমানে জয়া বচ্চনকে হয়তো সিনেমায় কম দেখা যায়, তবে তিনি কিন্তু রাজনীতিতে বেশ সক্রিয়। তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ।
অমিতাভ-জায়ার সম্পত্তির হিসাব করতে গেলে, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, জয়া বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ১৫,৭৮,৮৮,৬২,৩৯৭ টাকা অর্থাৎ প্রায় ১,৫৭৯ কোটি টাকা। হলফনামা অনুসারে, বচ্চন দম্পতির অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৮৪৯ কোটি টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ৭২০ কোটি টাকার। এর মধ্যে কৃষিজমির পাশাপাশি সাধারণ জমি, বাণিজ্যিক জমি এবং আবাসিক জমিও রয়েছে। হলফনামা অনুসারে, জয়া বচ্চনের ১০৫ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে।
অন্যদিকে, গত কয়েক বছরে শর্মিলা ঠাকুরের সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পতৌদির প্রাক্তন নবাব, তাঁর স্বামী মনসুর আলী খান পতৌদির মৃত্যুর পর। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শর্মিলা উত্তরাধিকারসূত্রে তাঁর সম্পদ পেয়েছেন যার মূল্য আনুমানিক ২,৭০০ কোটি টাকা। এই বিশাল সম্পদের মধ্যে রয়েছে ভারত জুড়ে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি প্রাসাদ, মহল এবং প্রচুর সম্পত্তি। এখন এই সম্পত্তিগুলির দেখভাল করেন শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা আলী খান। এর মধ্যে অনেকগুলি বিলাসবহুল সম্পত্তি রয়েছে, যা ভাড়া দেওয়া হয়। এছাড়াও প্রচুর জমি রয়েছে, যেখানে চাষবাস করা হয়। সেখান থেকেও আয় হয় শর্মিলা ঠাকুরের।
যদি করিনা কাপুর খানের মোট সম্পদের কথা বলা হয়, তাহলে মিডিয়া রিপোর্ট অনুসারে, করিনা কাপুর ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক। তিনি কাপুর পরিবারের অন্যতম ধনী সদস্য। অন্যদিকে, যদি ঐশ্বর্য রাই খুব বেশি সিনেমা না করলেও অনেক ব্র্যান্ডের প্রচার করছেন এবং লক্ষ লক্ষ টাকা ফি নেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঐশ্বর্য রাই বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা, যা বলিউডে বর্তমানে কাজ করা বহু অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি।