LIC Scheme: দিনে ৪৫ টাকা করে জমান, তাতেই আয় হবে ৩৬ হাজার- জানুন কী ভাবে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 14, 2022 | 9:15 AM

সঞ্চয়ের অন্যতম ভাল উপায় এলআইসি-র এই স্কিম। যে কোনও বয়সের ব্য়ক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

LIC Scheme: দিনে ৪৫ টাকা করে জমান, তাতেই আয় হবে ৩৬ হাজার- জানুন কী ভাবে
ছবি সৌজন্যে : গুগল

Follow Us

নয়া দিল্লি : আয় তো অনেকেই করেন, কিন্তু সঞ্চয় করাটাই কঠিন। ভাল টাকা উপার্জন করলেও জমাতে পারেন না অনেকেই। তবে এলআইসি বা জীবন বীমা নিগমের বেশ কিছু স্কিম রয়েছে, যাতে টাকা সঞ্চয় করা অপেক্ষাকৃত সহজ। এমন কিছু স্কুম রয়েছে, যাতে ঝুঁকি কম, আয়ের সম্ভাবনাও বেশি। জীবন বীমা উমঙ্গ পলিসি হল এমনই একটি স্কিম।

এই স্কিমে অনেক কম টাকা জমিয়েও ভাল উপার্জন করা যায়। অবসরের পর যাতে টাকা পাওয়া যায়, তারই ব্যবস্থা রয়েছে। মাত্র ৯০ দিন বয়স থেকে ৫৫ বছর পর্যন্ত বয়সী ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারে। এই স্কিমে শুধুমাত্র গ্রাহক নয়, তার পরিবারকে সুরক্ষা দেয়।

এই স্কিমে মাসে ১৩৫০ টাকা করে জমাতে হবে। অর্থাৎ কেউ যদি প্রতিদিন ৪৫ টাকা করে সরিয়ে রাখেন তাহলেই পাওয়া যায় সাড়ে ৪ লক্ষ টাকার বীমা। ৩০ বছরের মেয়াদের ক্ষেত্রে মাসে ১৫ হাজার ৮৮২ টাকা করে জমালে ৪ লক্ষ ৭৬ হাজার টাকা পাওয়া যাবে। ৩১ তম বছর থেকে মাসে ৩৬ হাজার টাকা করে পাবেন গ্রাহক।

এ ছাড়াও এই পলিসিতে বেশ কিছু সুবিধা রয়েছে। আয়কর ছাড় পাওয়া যায়, মৃত্যুর পর বীমার টাকা পায় পরিবার। এলআইসি-র ওয়েবসাইটে গেলেই এই স্কিম সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

এ দিকে, শেয়ার বাজারে তালিকাভুক্তির পর থেকেই এলআইসির শেয়ার দর আইপিও মূল্যের নীচে রয়েছে। এই সময়ের মধ্যে এই সংস্থার প্রতি শেয়ারের দর সর্বনিম্ন ৬৬৯ টাকায় নেমেছে। সোমবার BSE-তে এলআইসি-র শেয়ারের দর পাঁচ শতাংশেরও বেশি কমে। পরিসংখ্যান বলছে, এলআইসির স্টক তার আইপিওর দাম থেকে ২৯০ টাকার বেশি কমেছে।

 

Next Article