
পুজোর আগেই গোটা দেশবাসীকে বড় উপহার দিয়েছে নির্মলা সীতারমণের অর্থমন্ত্রক। রোজের প্রয়োজনীয় একাধিক সামগ্রীতে পণ্য হার পরিষেবা করে(GST) বড় ছাড় দিয়েছে। কমেছে করের পরিমাণ। স্বভাবতই কমবে দামও। সেই আবহেই পুজোর আগেই শুরু হতে চলেছে বছরের সবচেয়ে বড় সেল। দুই অনলাইন বিপণন সংস্থা আমাজন এবং ফ্লিপকার্টে শুরু হতে চলেছে সেল।
Amazon এবং Flipkart-এর মতো ই-কমার্স জায়ান্ট বহুল প্রতীক্ষিত উৎসবের সেলের তারিখ ঘোষণা করেছে ইতিমধ্যেই। এ বছর ক্রেতারা মোবাইল ফোন থেকে শুরু করে এসি, টিভি, রেফ্রিজারেটর সহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স—সব কিছুতেই বড় ছাড় পাবেন।
আমাজন ফ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল –
আমাজনের ফেস্টিভ সিজন সেল শুরু হবে ২৩ সেপ্টেম্বর। তবে প্রাইম সদস্যরা এক দিন আগেই অর্থাৎ ২৪ ঘণ্টা আগে থেকেই অফারের সুবিধা পাবেন। এই সেলে স্যামসাং, রিয়েলমি, অ্যাপল, ডেল, আসুসসহ শীর্ষ ব্র্যান্ডের ফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্যান্য ইলেকট্রনিক্সে থাকবে বিশেষ ছাড়।
২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হারের কারণে টিভি এবং এসি-সহ অনেক ইলেকট্রনিক সামগ্রী আরও সস্তায় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আমাজন ইতিমধ্যেই কিছু অফার ঘোষণা করেছে। যেমন ফোনে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, বিশেষ করে অ্যাপল, iQOO এবং OnePlus-এর মতো ব্র্যান্ডে বড় ছাড়ের সম্ভাবনা রয়েছে। এসবিআই কার্ডে থাকবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। থাকবে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল –
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলও শুরু হবে ২৩ সেপ্টেম্বর। এই সেলে থাকবে অ্যাপল, স্যামসাং, মটোরোলা এবং ভিভো-সহ নামি ব্র্যান্ডের ফোনে দুর্দান্ত ছাড়। আমাজনের মতোই ফ্লিপকার্টের সবচেয়ে বড় এই সেলেও স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ইয়ারবাডস, এক্সেসরিজ এবং হোম অ্যাপ্লায়েন্সে বড় ছাড় থাকবে।