Aadhaar PAN Linking: ৩১ মার্চের মধ্যে প্যান-আধার লিঙ্ক করলে কী কী সুবিধা?

Aadhaar PAN Linking: প্যান আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। আর এই কাজের শেষ তারিখ ৩১ মার্চ।

Aadhaar PAN Linking: ৩১ মার্চের মধ্যে প্যান-আধার লিঙ্ক করলে কী কী সুবিধা?
প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক।

| Edited By: অঙ্কিতা পাল

Mar 06, 2023 | 8:07 PM

এগিয়ে আসছে ডেডলাইন। আধার ও প্যান কার্ড লিঙ্ক করার নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর তার ডেডলাইন ৩১ মার্চ। বেশ কিছু পরিষেবা পাওয়ার জন্য এই প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক করেছে সরকার। এর মধ্যে অন্যতম হল আয়কর রিটার্ন ফাইল করা। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স (CBDT) আগেই জানিয়েছে, যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত না করা হয় তাহলে ২০২৩ সালের ৩১ মার্চের পর তা আর বৈধ বলে বিবেচিত হবে না।

প্রসঙ্গত, এর আগে আধার-প্যান লিঙ্কিংয়ের ডেডলাইন ছিল ২০২২ সালের ৩১ মার্চ। পরে তা বাড়িয়ে ২০২৩ সালের ৩১ মার্চ করা হল। তবে এখন আধার ও প্যান লিঙ্ক করাতে হলে ১০০০ টাকা ফি জমা দিতে হচ্ছে জনগণকে। প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না হলে আয়কর রিটার্ন ফাইল করা যাবে না। আর এই ডেডলাইনেও যাঁরা আধার ও প্যান লিঙ্ক করবেনা তাঁদের পকেট থেকে ১০ হাজার টাকা জরিমানা বেরোবে।

আধার-প্য়ান কার্ড লিঙ্কের সুবিধা:

  • প্যান এবং আধার লিঙ্ক করার ফলে প্রতারণামূলক কার্যকলাপ কমে যাবে কারণ এর ফলে একাধিক প্যান কার্ড থাকার সম্ভাবনা দূর হবে।
  • প্যান এবং আধার লিঙ্ক হওয়ার পরে আয়কর এজেন্সি যে কোনও ধরনের কর ফাঁকি শনাক্ত করতে সক্ষম হবে।
  • আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াটি আরও সহজ হয়ে উঠবে কারণ ব্যক্তিদের আর তাঁদের আয়কর রিটার্নগুলির জন্য প্রমাণ জমা করতে হবে না। যেহেতু আধারে বায়োমেট্রিক ভেরিফিকেশন সহ কোনও ব্যক্তির সমস্ত তথ্য রয়েছে, তাই প্য়ান ও আধার কার্ড লিঙ্কের ফলে রিটার্ন ফাইলিং প্রক্রিয়াটি তাড়াতাড়ি হবে।
  • আধার কার্ড সমস্ত লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। আধার এবং প্যান লিঙ্ক করা হলে আয়কর বিভাগের কাছে সমস্ত লেনদেনের একটি রেকর্ড থাকবে।

কীভাবে করবেন আধার ও প্যান কার্ড লিঙ্ক?

  • আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন
  • Quick Link বিভাগে যান এবং Link Aadhar-এ ক্লিক করুন
  • একটি নতুন উইন্ডো আসবে, আপনার আধার বিবরণ, প্যান এবং মোবাইল নম্বর লিখুন।
  • ‘I validate my Aadhar details’ অপশনটি বেছে নিন
  • আপনি আপনার নিবন্ধিত ফোন নম্বরে একটি OTP পাবেন। এটি পূরণ করুন এবং ‘Validate’ এ ক্লিক করুন।
  • জরিমানা দেওয়ার পরে আপনার PAN আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।