PM Jan Dhan Yojana: মিলবে লক্ষ টাকার সুবিধা, পিএম জন ধন যোজনার বিভিন্ন খুঁটিনাটি জেনে নিন
TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Dec 23, 2022 | 9:20 AM
PM Jan Dhan Yojana: জ়িরো ব্যালেন্সে অ্য়াকাউন্ট খোলার সুবিধা মেলে পিএম জন ধন যোজনার অধীনে। ২০১৪ সালে কেন্দ্রের প্রথমবারের মতো ক্ষমতায় এসে এই যোজনার সূচনা করেছিলেন মোদী।
1 / 6
২০১৪ সালে মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর পিএম জন ধন যোজনা (PM Jan Dhan Yojana) শুরু করা হয়েছিল। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্যই এই যোজনা শুরু করা হয়েছিল। ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার পাশাপাশি বেশ কিছু সুবিধা রয়েছে এই স্কিমের।
2 / 6
বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।
3 / 6
প্রতীকী ছবি
4 / 6
বছর শেষে পিপিএফ-এ বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর। ৩১ ডিসেম্বরের আগে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বাড়তে পারে সুদের হার। আর যদি সুদের হারে কোনও পরিবর্তন না হয় নতুন বছরের প্রথমার্ধ্বে আগের হারেই সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা।
5 / 6
এমনিতে কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সংশোধন করার বিষয়ে পুনর্বিবেচনা করে। সেই হিসেব মতো পরবর্তী সংশোধন এই মাসের শেষেই হওয়ার কথা। ফলে নতুন বছরের প্রথমার্ধ্বে পিপিএফ- এ কোন হারে সুদ মিলবে তা ৩১ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে।
6 / 6
এই অ্য়াকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথিপত্র হল আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, গেজেটেড অফিসারের স্বাক্ষরিত মানরেগা জব কার্ড। আর যেকোনও ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্র পাওয়া যাবে। তা পূরণ করে ব্যাঙ্কের শাখায় জমা দিলেই জন ধন অ্যাকাউন্ট খোলা যাবে।