পেটিএম ওয়ালেট ট্রানসিট কার্ড হল একটি মাল্টিপারপাস কার্ড। এই সংস্থার অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের তরফে নিয়ে আসা হয়েছে ট্রানসিট কার্ড পরিষেবা নিয়ে আসা হয়েছে। পেটিএম ওয়ালেটের সংযুক্ত এই কার্ড সব ধরনের লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ট্রামে, বাসে, মেট্রো- সব জায়গায় এই কার্ড ব্যবহার করা হয়।
তবে এই পেটিএম ওয়ালেট ট্রানসিট কার্ড ব্যবহারের জন্য তা সক্রিয় করার প্রয়োজন পড়ে। কীভাবে করবেন এই কার্ড সক্রিয়? পেটিএম-র তরফে জানানো হয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ছাড়া এই পেটিএম ওয়ালেট ট্রানসিট কার্ড সক্রিয় করা যাবে না।
তবে এই কার্ড ব্যবহারের জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত অ্যাকাউন্ট খুলতে হবে না। পেটিএম অ্যাপে পেটিএম ওয়ালেট ট্রানসিট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন জেনে নিন। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং 'ওয়ান নেশন, ওয়ান কার্ড' সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতে এই ট্রানসিট কার্ড নিয়ে আসা হয়েছিল।
প্রথমে নিজের স্মার্টফোনে পেটিএম অ্য়াপটি খুলুন। তারপর পেটিএম ওয়ালেট আইকনে ক্লিক করুন। তারপর পেটিএম ওয়ালেট ট্রানসিট কার্ডে স্ক্রল ডাউন করে আসুন এবং এরপর 'Activate Now' বোতামে ক্লিক করুন।
এরপর নতুন একটি স্ক্রিন পপ-আপ করবে। সেখানে 'Activate' বোতামে ক্লিক করুন। এবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পাসকোড লিখুন। এরপর 'Activate Now' অপশনে ক্লিক করুন। এখন আপনার পেটিএম ওয়ালেট ট্রানসিট কার্ড সক্রিয় হয়ে গিয়েছে।