AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheque Book Application: চেকবুক হারিয়ে ফেলেছেন? অনলাইনে SBI-র চেকের জন্য কীভাবে করবেন আবেদন জানুন

Cheque Book Application: চেকবুক হারিয়ে ফেললে নেই কোনও চিন্তা। অনলাইনেই নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে পারেন গ্রাহকরা।

Cheque Book Application: চেকবুক হারিয়ে ফেলেছেন? অনলাইনে SBI-র চেকের জন্য কীভাবে করবেন আবেদন জানুন
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Nov 30, 2022 | 9:10 AM
Share

বর্তমানে ডিজিটাল মাধ্যমে সমস্ত লেনদেন হয়ে থাকে। NEFT, IMPS বা RTGS-র মাধ্যমেই টাকা এক অ্য়াকাউন্ট থেকে অন্য অ্য়াকাউন্টে পাঠানোর কাজ হয়ে যায়। ফলে ব্যবহার কমেছে চেক বুকের। তবে এখনও একটা নির্দিষ্ট জনসংখ্যা লেনদেন বা টাকা তোলার জন্য সেই চেকবুকের উপরই ভরসা করেন। বিশেষত ব্যবসায়ীরা চেকের মাধ্যমেই অধিকাংশ সময়ে পেমেন্ট করে থাকেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অত্যাবশ্যক চেকবুক থাকা। যেমন, আপনি যদি বেতনভুগ কর্মচারী হয়ে থাকেন এবং গৃহঋণ নিতে চান তাহলে আপনাকে সেই ব্যাঙ্কের চেকবুকের খালি পাতা জমা দিতে হবে। তাই যদি চেকবুক হারিয়ে যায় বা কোথায় রেখেছেন মনে না পড়ে তাহলে নতুন চেকবুকের জন্য আবেদন করুন। আর তার জন্য ব্যাঙ্কে লাইনও দিতে হবে না। ঘরে বসে অনলাইনেই আবেদন করতে পারেন গ্রাহকরা।

অনলাইনে SBI চেকবুকের জন্য কীভাবে করবেন আবেদন?

  • SBI নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করুন এবং ‘Request & Enquiries’ অপশনে যান।
  • চেকবুক অনুরোধ (Chequebook Request) এ ক্লিক করুন।
  • যে অ্যাকাউন্টের জন্য চেকবুক চান সেই অ্য়াকাউন্ট নম্বরে ক্লিক করুন।
  • কটা চেকবুক নেবেন এবং কত পাতার নেবেন সেই সংখ্যাটা লিখুন।
  • Bearer Cheque/ Order Cheque- যেকোনও একটি ক্যাটেগরি বেছে নিন।
  • জমা দিন
  • ডেলিভারি ঠিকানা লিখুন
  • এরপর Submit এ ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন।
  • ওটিপি Submit করুন এবং Confirm এ ক্লিক করুন। তাহলেই আপনার চেকবুকের অনুরোধ নথিভুক্ত হয়ে যাবে।