
যতই ডিজিটাল পেমেন্টের নয়া দিগন্ত দেশে খুলে যাক নগদ টাকার প্রয়োজনীয়তা কিন্তু হারায়নি। কার্ড সঙ্গে রাখলেও আমাদের অনেক সময়ই নগদ টাকার প্রয়োজন পড়ে। সেই সময় আমরা এটিএমেরই শরণাপন্ন হয়ে থাকি।

তবে প্রাত্যহিক জীবনে টাকা তোলার জন্য এটিএম ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেককেই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আর যাঁরা একেবারেই এটিএম টাকা তুলতে অভ্যস্ত নন, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা তো দ্বিগুণ। অনেককেই অভিযোগ করতে শোনা যায় কোনও প্রযুক্তিগত কারণে লেনদেন বাতিল হয়েছে। বা এটিএমে টাকা শেষ হয়ে গিয়েছে।

আর সবথেকে খারাপ পরিস্থিতি হল যখন এটিএমে লেনদেন বাতিল দেখাচ্ছে, কিন্তু আপনার ফোন নম্বরের মেসেজ যাচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে।

বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

২০২৩ সালের ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে বন্ধ ব্যাঙ্ক। ২৬ জানুয়ারি সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাপ্তাহিক ছুটি ছাড়া অতিরিক্ত কোনও ছুটি নেই ব্যাঙ্কের। মার্চ মাসের ৮ তারিখ দোলযাত্রা উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে কলকাতায়।