Bike Loan: লোন নিয়ে বাইক কিনছেন? কোন ব্যাঙ্ক সবথেকে কম সুদ দিচ্ছে জেনে নিন

Bike Loan: ‘টু হুইলার’ থেকে ‘ফোর হুইলার’, মন পসন্দ গাড়ি কেনার ক্ষেত্রে লোন দিয়ে থাকে একাধিক ব্যাঙ্কও। কিন্তু, কোথায় কত সুদ তা ঠিকমতো না জানার ফলে EMI-র অঙ্কও অনেক সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

Bike Loan: লোন নিয়ে বাইক কিনছেন? কোন ব্যাঙ্ক সবথেকে কম সুদ দিচ্ছে জেনে নিন
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

Mar 31, 2025 | 8:38 PM

কলকাতা: হাল ফ্যাশানের বাইক থেকে ইলেকট্রিক স্কুটি, ‘অপশনের’ অন্ত নেই। কিন্তু, সাধ থাকলেও সাধ্য কোথায়! অগত্যা ইচ্ছাপূরণে EMI-র পথেই হাঁটে বড় অংশের মধ্যবিত্ত। বর্তমানে অনেক প্রাইভেট সংস্থাই ব্যক্তিগত লোন দিয়ে থেকে গাড়ি কেনার জন্য। ‘টু হুইলার’ থেকে ‘ফোর হুইলার’, মন পসন্দ গাড়ি কেনার ক্ষেত্রে লোন দিয়ে থাকে একাধিক ব্যাঙ্কও। কিন্তু, কোথায় কত সুদ তা ঠিকমতো না জানার ফলে EMI-র অঙ্কও অনেক সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। 

তালিকায় এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যেগুলি বাইক কেনার ক্ষেত্রে খুবই অল্প সুদে লোন দিয়ে থাকে। EMI-র পরিমাণও বেশ খানিকটা কম। ‘ফিনান্সিয়াল এক্সপ্রেসের’ একটি প্রতিবদনে ব্যাঙ্কবাজার ডট কমের হাত ধরে আসা কিছু তথ্য সামনে আনা হয়েছে। ২৬ মার্চ, ২০২৫ পর্যন্ত দেশের কিছু পরিচিত ব্যাঙ্কের লোন সংক্রান্ত তথ্যই তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। তাতেই দেখা যাচ্ছে সুদের অঙ্কে একেবারে শীর্ষ তালিকায় অ্যাক্সিস ব্যাঙ্ক। 

কোন ব্যাঙ্কে কত সুদ? 

তথ্য বলছে, যদি আপনি বাইক কিনতে ৩ বছরের জন্য স্টেট ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকার লোন নেন তাহলে আপনাকে সুদ দিতে হবে ১৩.৩৫ শতাংশ। মাসিক EMI দাঁড়াচ্ছে ৩ হাজার ৩৮৬ টাকা। IDBI ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার ৮.৮ শতাংশ। মাসিক EMI ৩ হাজার ১৭১ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার ৯.৯ শতাংশ। মাসিক EMI ৩,২২২ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার ১৫ শতাংশ। EMI ৩,৪৬৭ টাকা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সপদের হার ১০.৮৫ শতাংশ। EMI ৩,২৬৭ টাকা। ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে ৩ বছরের জন্য স্টেট ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকার লোনে সুদের হার ১২.১ শতাংশ। EMI ৩ হাজার ৩২৬ টাকা।