নয়া দিল্লি: যেকোনও অফিসিয়াল কাজের জন্য় বাধ্যতামূলক আধার কার্ড (Aadhar Card)। কেন্দ্রের তরফে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডের নিয়ম। তবে অনেক সময়ই আধার কার্ডে ব্য়ক্তিগত ভুল থাকে। এই তথ্য ভুলের কারণে আটকে যায় অনেক অফিসিয়াল কাজ। সেই কারণেই কেন্দ্রের তরফে সুযোগ দেওয়া হয় আধার কার্ড আপডেটের। যদি আপনারও আধার কার্ড আপডেট করা বাকি থাকে, তবে আপনার জন্য় রয়েছে ভাল খবর। সম্প্রতিই ইউআইডিএআই(UIDAI)-র তরফে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে ১৪ জুন অবধি আধার কার্ড আপডেটের সময়সীমা বেঁধে দেওয়া হলেও সেই সময় আরও তিন মাস বাড়ানো হল। এবার সাধারণ মানুষ ১৪ সেপ্টেম্বরের মধ্যে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। সরাসরি MyAadhaar – পোর্টালে গিয়ে এই তথ্য আপডেট করতে পারবেন।
আধার কার্ডে নাম, ঠিকানা, বয়সের মতো একাধিক তথ্যের উল্লেখ থাকে। এর মধ্যে কোনও তথ্যে ভুল থাকলে, আপনি অনলাইনে বা সরাসরি আধার সেবা কেন্দ্রে গিয়ে তথ্য আপডেট করতে পারেন। এবার প্রশ্ন হল, কোন কোন তথ্য আপনি বাড়ি বসে আপডেট করতে পারবেন আর কোন তথ্য আপডেট করতে আধার সেবা কেন্দ্রে যেতে হবে, তা অনেকেই জানেন না।
আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, ভাষা আপডেট করতে পারেন। এছাড়া আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্কও করাতে পারেন অনলাইনে। এক্ষেত্রে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি বসালেই আপনি অনলাইনে প্রয়োজনীয় তথ্য আপডেট করতে পারবেন।
বর্তমানে অনলাইনেই অধিকাংশ কাজ হলেও বেশ কিছু কাজ এখনও অফলাইনে, সশরীরে গিয়েই করতে হয়। আধার কার্ডের ক্ষেত্রেও নিয়মটা এক। বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট, আইরিস (চোখের মণি) ও ছবি আপডেটের ক্ষেত্রে আপনাকে অফলাইনে, আধার সেবা কেন্দ্রে গিয়েই তথ্য আপডেট করতে হবে। বায়োমেট্রিক বা অন্যান্য় তথ্য় আপডেটের জন্য় ৫০ টাকা সার্ভিস ফি লাগে।
উল্লেখ্য, সারা জীবনে আপনি মাত্র দুইবারই আধার কার্ড আপডেট করতে পারেন।