Investment Fraud: বিনিয়োগ করতে গিয়ে সব শেষ! বিমার নামে কলকাতায় বসে এই ৩ জন যা করল জানলে চোখ কপালে উঠে যাবে আপনার

Investment Fraud: প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভিন্ন বিমা সংস্থার লোগো ব্যবহার করে বিনিয়োগের নামে প্রতারণার জাল বিছিয়ে ছিলেন মহেন্দ্র। পুলিশ সূত্রে দাবি, এখনও পর্যন্ত এই চক্র প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে।

Investment Fraud: বিনিয়োগ করতে গিয়ে সব শেষ! বিমার নামে কলকাতায় বসে এই ৩ জন যা করল জানলে চোখ কপালে উঠে যাবে আপনার
পুলিশের হাতে গ্রেফতার তিন Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 14, 2025 | 5:24 PM

কলকাতা: শহরে ফের ইনভেস্টমেন্ট ফ্রডের শিকার এক ব্যক্তি। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভবানীপুর থেকে তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার থানা। পুলিশ সূত্রে খবর, মহেন্দ্র কুমার, সুরেন্দ্র কুমার ও জয় কৃষাণ নামে তিন অভিযুক্তকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়। 

প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভিন্ন বিমা সংস্থার লোগো ব্যবহার করে বিনিয়োগের নামে প্রতারণার জাল বিছিয়ে ছিলেন মহেন্দ্র। পুলিশ সূত্রে দাবি, এখনও পর্যন্ত এই চক্র প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। শুধুমাত্র মহেন্দ্রর ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে পাঁচ লক্ষ টাকারও বেশি।

বাকি টাকা কোথায়, কার কাছে, কোন কোন অ্যাকাউন্টে গিয়েছে বিস্তারিত খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের এদিন ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কিনা, কোনও বড় মাথা এখনও বাইরে আছেন কিনা তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ থেকে নতুন কোনও সূত্র উঠে আসে কিনা এখন সেটাই দেখার।