Iran-Israel Conflict: ইরানে আমেরিকার বোমা হামলা, ইজরায়েলের সঙ্গে সংঘাতের পরও চড়চড়িয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের শেয়ার বাজার!

Stock Market News: গত সপ্তাহে টানা ৫ দিন বেড়েছে ইজরায়েলের শেয়ার সূচক। মনে করা হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ফলে বিনিয়োগকারীরা মনে করছে ইরানের পরমাণু বিষয়ে গবেষণা ও অস্ত্র বানানোর পরিকল্পনা পিছিয়ে গিয়েছে।

Iran-Israel Conflict: ইরানে আমেরিকার বোমা হামলা, ইজরায়েলের সঙ্গে সংঘাতের পরও চড়চড়িয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের শেয়ার বাজার!
Image Credit source: Witthaya Prasongsin/Moment/Getty Images

Jun 23, 2025 | 5:35 PM

রবিবার ভোর রাতে ইরানে বোমা হামলা আমেরিকার। মধ্যপ্রাচ্যে ক্রমাগত বেড়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। কিন্তু এর মধ্যেও বাড়ছে ইজরায়েলের শেয়ার মার্কেট তেল আভিভ ১২৫ সূচক ও ব্লু চিপ টিএ ৩৫ সূচক। কিন্তু যুদ্ধ আবহের প্রভাব সত্ত্বেও কীভাবে বাড়ছে এই সূচক?

গত সপ্তাহে টানা ৫ দিন বেড়েছে ইজরায়েলের শেয়ার সূচক। মনে করা হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ফলে বিনিয়োগকারীরা মনে করছে ইরানের পরমাণু বিষয়ে গবেষণা ও অস্ত্র বানানোর পরিকল্পনা পিছিয়ে গিয়েছে। ফলে, বিনিয়োগকারীরা শেয়ার বাজারে তাদের বিনিয়োগ বাড়িয়েছে।

ইজরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এই যুদ্ধের বিরূপ প্রভাবের তেমন কোনও চিহ্ন দেখা যায়নি। কুয়েতের স্টক মার্কেট বউর্সা কুয়েত প্রিমিয়ার মার্কেট সূচকও বেড়েছে লাফিয়ে। ওমান এর সূচম এমএসএক্স৩০ বেড়েছে ০.৫ শতাংশ।

কিন্তু কেন এমন বাড়ছে? ইজরায়েলের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক মিজরাহি-তেফাহোতের চিফ মার্কেট অর্থনীতিবিদ রণেন মেনাকেম বলছেন, “আমেরিকার বোমার আঘাতে ইরানের পরমাণু ক্ষেত্র ধ্বংস হয়ে যাওয়া একটিএ পজিটিভ খবর। এর ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও শান্তি বৃদ্ধি পাবে”। মনে করা হচ্ছে, এই কারণেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শেয়ার বাজারে একটা উত্থান দেখা যাচ্ছে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।