
নয়া দিল্লি: ব্যাঙ্কের একাধিক নিয়মে আসছে পরিবর্তন। এই নিয়ম আমার-আপনার মতো গ্রাহকদের জেনে রাখা দরকার। চলতি বছরের আগামী ১ নভেম্বর থেকে ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন করা হবে যা গ্রাহকদের আর্থিক সুরক্ষা বাড়াবে। এর মধ্যে অন্যতম হল কেওয়াইসি(KYC)-র নিয়ম। কত বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে, তা বলে দিল আরবিআই।
KYC-এর পুরো অর্থ হল নিজের গ্রাহককে জানুন (Know Your Customer)। এই প্রক্রিয়ায় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকের পরিচয় যাচাই করে।
এর মূল উদ্দেশ্য হল-
ব্যাংককে প্রতিটি গ্রাহকের প্রকৃত পরিচয় জানতে হয়।
তাই KYC বাধ্যতামূলক করা হয়েছে আরবিআই (Reserve Bank of India)-র নির্দেশ অনুযায়ী। KYC ছাড়া
আরবিআই-র নতুন নিয়মে বলা হয়েছে, যে অ্যাকাউন্টে কোনও ঝুঁকি নেই, সেখানে ১০ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। অর্থাৎ যে অ্যাকাউন্টে বিশেষ লেনদেন হয় না, সেই ধরনের অ্যাকাউন্টে ১০ বছর অন্তর আপডেট করলেই হবে।
যে অ্যাকাউন্টে অল্প-বিস্তর ঝুঁকি থাকবে, সেখানে ৮ বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে হাই রিস্ক থাকবে, সেই অ্যাকাউন্টে ২ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। অর্থাৎ যাদের অ্যাকাউন্টে বড় মাপের লেনদেন হয়, তাতে ২ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে।
আরবিআই আরও এক নিয়ম এনেছে। এবার থেকে ব্যাঙ্ক-কে নিজেদের কেওয়াইসি আপডেট করতে হবে। কোনও থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে না।
KYC মূলত দুই ধরণের তথ্য যাচাই করে:
1. Proof of Identity (পরিচয়পত্র)
2. Proof of Address (ঠিকানার প্রমাণ)
KYC করার ধরণ-
তিন ধরনের কেওয়াইসি হয় ব্যাঙ্কে
১. ফিজিক্যাল কেওয়াইসি (Physical KYC)
২.ই-কেওয়াইসি (e-KYC)
৩. Video KYC
KYC আপডেট কেন দরকার?
যদি আপনার ঠিকানা, মোবাইল নম্বর বা পরিচয়পত্র পরিবর্তিত হয়
যদি RBI বা ব্যাংক সময় সময় পুনরায় যাচাই চায়, তখন Re-KYC বা Periodic KYC Update করতে হয়।
এটি সাধারণত প্রতি ২-১০ বছর অন্তর হয়।