Life Insurance Corporation: শেয়ার বাজারের রমরমা আবহে বিশ্ব রেকর্ড গড়ল LIC, কীভাবে জানেন?
Life Insurance Corporation: ২৪ ঘণ্টার মধ্যে গোটা বিশ্বে সবচেয়ে বেশি বিমা পলিসি বিক্রি করেছে তারা। আর সেই সূত্র ধরেই নিজেদের নাম তুলে ধরেছে বিশ্ব দরবারে।

নয়াদিল্লি: রেকর্ড গড়ল LIC। শেয়ার বাজারের আধিপত্যের যুগেও দেখিয়ে দিল, এখনও মানুষের মনে টিকে আছে তারা। শনিবার ‘ঐতিহাসিক জয়ের’ মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম তুলেছে জীবন বিমা সংস্থা LIC।
কিন্তু কীভাবে এমন বিশ্ব রেকর্ড গড়েছে এই ভারতীয় জীবন বিমা সংস্থা? LIC সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে গোটা বিশ্বে সবচেয়ে বেশি বিমা পলিসি বিক্রি করেছে তারা। আর সেই সূত্র ধরেই নিজেদের নাম তুলে ধরেছে বিশ্ব দরবারে।
তবে এই বিশ্ব রেকর্ড গড়ার কাজে এজেন্ট বা মধ্যস্থতাকারীদের ভূমিকা সবচেয়ে বেশি বলেও জানিয়েছে LIC। গত ২০ জানুয়ারি মোট ৪ লক্ষ ৫২ হাজার ৮৩৯ জন LIC এজেন্ট ২৪ ঘণ্টার মধ্যে ৫ লক্ষ ৮৮ হাজার ১০৭টি জীবন বিমা বিক্রি করে ভেঙে দেয় সব রেকর্ড। ইতিমধ্যে শনিবার সেই রেকর্ডকেই স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।
এই প্রসঙ্গে সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমাদের এজেন্টদের অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠার পরিণামই এই বিশ্ব রেকর্ড। পাশাপাশি, গ্রাহকদের জীবনের প্রতি আমাদের প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করছে এই রেকর্ড। তাদের আমাদের প্রতি আস্থাই টেনে এনেছে এই ফলাফলকে।’
এই রের্কড গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন LIC-এর কর্মকর্তা সিদ্ধার্থ মোহন্তিও। প্রতিটি এজেন্ট কমপক্ষে একটি পলিসি যাতে বিক্রি করা যায়, সেই আর্জি রেখেছিলেন তিনি।

