LIC: দৈনিক ২৫ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে ২৫ লক্ষ টাকা, নয়া স্কিম LIC-র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 21, 2022 | 6:10 AM

৩৫ বছরের জন্য এই পলিসিটি চালাতে হবে। পলিসির মেয়াদ সম্পূর্ণ হলেই মিলবে ২৫ লক্ষ টাকা।

LIC: দৈনিক ২৫ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে ২৫ লক্ষ টাকা, নয়া স্কিম LIC-র
এলআইসি-র নয়া স্কিম। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: ‘জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি’! দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা, LIC এই ট্যাগ লাইনের উপরই নির্ভর করে। আর এই ট্যাগ লাইনের উপর ভিত্তি করে এবার ‘জীবন আনন্দ পলিসি’র অন্তর্গত এক বিশেষ স্কিম নিয়ে এল এলআইসি। এই স্কিমের আওতায় ন্যূনতম বিনিয়োগে মোটা অঙ্কের লাভ পাওয়া যাবে। মাসে মাত্র ১৩৫৮ টাকা করে জমা করেই মিলবে ২৫ লক্ষ টাকা।

এলআইসি সূত্রে খবর, ‘জীবন আনন্দ পলিসি’র আওতায় এক বিশেষ স্কিম আনা হয়েছে। এই স্কিমের আওতায় মাসে প্রতিদিন মাত্র ৪৫ টাকা করে বিনিয়োগ করলেই পাওয়া যাবে ২৫ লক্ষ টাকা। অর্থাৎ মাসে ১৩৫৮ টাকা বিনিয়োগ করতে হবে।

দৈনিক ৪৫ টাকা বিনিয়োগে ২৫ লক্ষ টাকা লাভের স্কিমটি মূলত একটি দীর্ঘমেয়াদি পলিসি। ৩৫ বছরের জন্য এই পলিসিটি চালাতে হবে। পলিসির মেয়াদ সম্পূর্ণ হলেই মিলবে ২৫ লক্ষ টাকা। কম বিনিয়োগে একসঙ্গে এত টাকা লভ্যাংশ, সাধারণের কাছে বিশেষ চমকপ্রদ বলেই দাবি এলআইসি-র। এলআইসি-র জীবন আনন্দ পলিসি ন্যূনতম ১ লক্ষ টাকা থেকে করা যায় এবং কোনও ঊর্ধ্বসীমা নেই।

এলআইসি জীবন আনন্দ পলিসিতে বোনাসের সুবিধাও রয়েছে। দৈনিক ২৫ টাকা বিনিয়োগে মেয়াদ শেষে ২৫ লক্ষ টাকা পাওয়ার পলিসিও এর ব্যতিক্রম নয়। এই পলিসি চলাকালীন মাঝপথে বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনি ১২৫ শতাংশ ডেথ বেনিফিট পাবেন।

Next Article