নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আর্থিক সঞ্চয় অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। আর সুরক্ষিত বিনিয়োগ বলতেই ভারতীয়দের মনে প্রথমেই আসে এলআইসির নাম। উচ্চবিত্ত থেকে মধ্য়বিত্ত, নিম্নবিত্ত- সমাজের সব শ্রেণির মানুষের জন্যই বিভিন্ন এলআইসি পলিসি রয়েছে। এমনই একটি এলআইসি পলিসি হল জীবন লাভ, যা পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভাল রিটার্নও দেবে।
সর্বাধিক রিটার্ন পাওয়ার জন্য ও সুরক্ষিত বিমা প্রকল্প এলআইসির জীবন লাভ প্ল্যান অন্যতম সেরা একটি পলিসি। এতে আপনি যেমন বিমার মেয়াদ শেষে বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ রিটার্ন পাবেন। তেমনই কর ছাড়ও পাওয়া যাবে।
এলআইসির এই বিমায় যদি আপনি ৫৪ লক্ষ টাকা রিটার্ন পেতে যান, তবে আপনাকে প্রতি মাসে মাত্র ৭৫৭২ টাকা করে জমা রাখতে হবে।