চাকরিজীবী থেকে ব্যবসায়ী সকলেই বিনিয়োগের ক্ষেত্রে চোখ বন্ধ করে জীবন বিমায় (Life Insurance Corporation) ভরসা রাখেন। LIC-তে টাকা রেখে ব্যাঙ্কের তুলনায় সুদে আসলে অপেক্ষাকৃত বেশি ফেরত পাওয়া যায়। এবং ঝুঁকিও অপেক্ষাকৃত কম থাকে। LIC-র বিভিন্ন পলিসিতে বিনিয়োগ করলেও LIC-র বেশ কিছু পলিসির সম্বন্ধে অনেকেই জানেন না। LIC-র একটি স্কিমে টাকা রেখে প্রায় ১ কোটি টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যেতে পারে। মেয়াদও বেশি নয়। মাত্র ৪ বছর রাখলেই মিলবে ১ কোটি টাকা। LIC-র পলিসিগুলির মধ্যে একটি অন্যতম দুর্দান্ত প্ল্য়ান হল জীবন শিরোমণি স্কিম।
LIC-র জীবন শিরোমণি স্কিম সম্বন্ধে বিস্তারিত তথ্য :
LIC-র এই পলিসির মূল বিষয় হল পলিসির মেয়াদকালে বিনিয়োগকারীর দেওয়া প্রিমিয়ামের উপর ভিত্তি করে পলিসি হোল্ডারকে ঋণ দেওয়া হতে পারে। এই পলিসির ক্ষেত্রে ন্যূনতম অর্থমূল্য ১ কোটি টাকা। এই পলিসির মেয়াদ ১৪, ১৬, ১৮ এবং ২০ বছর। তবে প্রিমিয়াম দিতে হবে মাত্র ৪ বছর। এই পলিসি চালুর জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর।