নয়া দিল্লি: নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করতে চান? তবে কোনও বিমায় বিনিয়োগ করাই শ্রেয়। এক্ষেত্রে বিমা বলতেই ভারতীয়দের মনে আসে এলআইসির কথা। গরিব থেকে ধনী-সমাজের সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখেই এলআইসি একাধি বিমা বা পলিসি এনেছে। এমনই একটি পলিসি হল এলআইসি জীবন উমঙ্গ প্ল্যান। এলআইসির এই পলিসিতে আপনি যদি মাসে ৫ হাজার টাকা করে জমা রাখেন, তবে বিমার মেয়াদ শেষে ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
এলআইসির এই বিমায় যদি ন্যূনতম ৫ হাজার টাকাও বিনিয়োগ করা হয়, তবে ম্যাচুরিটির পর ১০ লক্ষ টাকা অবধি মোটা অঙ্ক রিটার্ন পাওয়া যাবে।
এই বিমায় বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা হল ৯০ দিন। সর্বাধিক ৫৫ বছর অবধি এই পলিসি বা বিমায় বিনিয়োগ করা যায়।
পলিসির টার্ম– ১০০ বছর।
রিটার্ন– এই বিমায় বিনিয়োগ করলে ন্যূনতম ২ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায়। বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই।
যদি ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি এলআইসির জীবন উমঙ্গ বিমা কেনেন এবং মাসিক ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তবে একটানা ২০ বছর প্রিমিয়াম দিলে আপনি ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।