LIC Kanyadan Policy: প্রতিদিন ১২১ টাকা দিলেই মিলবে লক্ষ লক্ষ টাকা, LIC-র পলিসি যেন কুবেরের ধন

LIC Kanyadan Policy: বিভিন্ন আকর্ষণীয় পলিসি অফার করে থাকে LIC। এর মধ্যে অন্যতম হল LIC কন্যাদান পলিসি।

LIC Kanyadan Policy: প্রতিদিন ১২১ টাকা দিলেই মিলবে লক্ষ লক্ষ টাকা, LIC-র পলিসি যেন কুবেরের ধন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 8:30 AM

দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা হল লাইফ ইনসুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (Life Insurance Corporation of India)। LIC-তে টাকা রেখে ভাল রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। পাশাপাশি মৃত্যুকালীন বেশ কিছু সুবিধাও দিয়ে থাকে এই সংস্থা। সমাজের সব শ্রেণির জন্য বিভিন্ন ধরনের পলিসি অফার করে থাকে এই সংস্থা। আপনার চাহিদা পূরণের জন্য উপযুক্ত পলিসি অফার করে থাকে LIC। এই সংস্থার জনপ্রিয় অনেক পলিসিই লক্ষ্য ভিত্তিক। LIC-তে এমন পলিসি রয়েছে যা আপনি নিজের সন্তানের পড়াশোনা বা বিয়ের জন্য করতেই পারেন। এরকমই একটি পলিসি হল এলআইসি কন্যাদান পলিসি।

এলআইসি কন্যাদান পলিসির থাকলে আপনার মেয়ের বিয়ের খরচ নিয়ে কোনও চিন্তাই করতে হবে না। সমস্ত দায়িত্ব নেবে LIC। এই LIC কন্যাদান পলিসি আপনার মেয়ের বিবাহ ও পড়াশোনার খরচ বহন করবে। তার জন্য আপনাকে এই পলিসিতে অল্প অল্প করেই টাকা জমাতে হবে। এই পলিসির মাধ্যমে কীভাবে ২৭ লক্ষ টাকা পাবেন দেখে নিন।

LIC কন্যাদান পলিসির মেয়াদ ২৫ বছর। আপনাকে প্রতি মাসে মাত্র ৩৬০০ টাকা করে জমাতে হবে। এর অর্থ হল ২২ বছরে দৈনিক ১২১ টাকা করে জমাতে হবে এই পলিসি হোল্ডারদের। এই পলিসির ক্ষেত্রে তিন দিনের লক ইন পিরিয়ড রয়েছে। এই পলিসি করার ২৫ বছরই আপনাকে ২৭ লক্ষ টাকা দেওয়া হবে একেবারে। এই বিমার সর্বনিম্ন মেয়াদ হল ১৩ বছর। আর সর্বোচ্চ ২৫ বছরের জন্য এই বিমা করানো যেতে পারে। এই পলিসির অধীনে সর্বনিম্ন ১ লক্ষ টাকা পেতে পারেন পলিসি হোল্ডাররা।

এই পলিসিতে নথিভুক্ত করার জন্য কন্যা সন্তানের বাবার বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। আর মেয়ের সর্বনিম্ন বয়স হতে হবে ১ বছর। আর মেয়ের বয়সের উপর নির্ভর করে আপনি পলিসির মেয়াদ নির্বাচন করতে পারেন। মেয়ের বয়স ২৫ হলেই এই টাকা হস্তান্তর হবে। মেয়ের উচ্চশিক্ষা বা বিয়েতে এই টাকা কাজে লাগাতে পারেন পলিসি হোল্ডাররা।