
নয়া দিল্লি: কর্মজীবনের শুরু থেকেই আর্থিক সঞ্চয় শুরু করা উচিত। তবে অনেকেই টাকা জমানো বড়ই কঠিন বলে মনে করেন। বাজারে বিনিয়োগের হাজারো অপশন থাকায় অনেকেই কোন খাতে বিনিয়োগ করবেন, তা বুঝে উঠতে পারেন না। এক্ষেত্রে বিনিয়োগের সবথেকে সুরক্ষিত অপশন হল এলআইসি। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকায় এলআইসি বিনিয়োগ সুরক্ষিত। গরিব থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত-সকলের জন্যই এলআইসি বিভিন্ন ধরনের বিনিয়োগের প্ল্যান রয়েছে। এমনই একটি বিনিয়োগ পরিকল্পনা হল এলআইসির নিউ জীবন শান্তি প্রকল্প।
সিঙ্গল প্রিমিয়াম এই প্রকল্পে বিনিয়োগ করলে মোটা টাকার রিটার্ন পাওয়া সম্ভব। এছাড়া বার্ষিক রিটার্ন বা অ্যানুয়িটি রেটও নিশ্চিত। এলআইসি-র এই প্রকল্পে দুই ধরনের অ্যানুয়িটি প্ল্যান রয়েছে। এগুলি হল-
এক্ষেত্রে মনে রাখা জরুরি, আপনি যে অ্যানুয়িটি প্ল্যান বেছে নেবেন, ভবিষ্যতে তা আর পরিবর্তন করা যাবে না।
৩০ বছরের ঊর্ধ্বে যে কেউ এলআইসির নিউ জীবন শান্তি প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ বয়স ৭৯ বছর। এই প্রকল্প কিনতে আপনাকে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তবে এই প্রকল্পে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। যদি আপনি ৫ লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন, তবে আপনি মোটা অঙ্কের রিটার্ন পাবেন।
এলআইসির নিউ জীবন শান্তি প্ল্যানের অধীনে আপনি প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধ বর্ষে বা বার্ষিক বিনিয়োগ করতে পারেন।
এই বিনিয়োগ প্রকল্পে সর্বাধিক ১২ বছর অবধি পেনশন পেতে পারেন। ন্যূনতম ১ বছর ও সর্বাধিক ১২ বছর অবধি পেনশন পাওয়া যেতে পারে।
এলআইসির নিউ জীবন শান্তি পলিসির অধীনে যদি ৩০ বছরে ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে বার্ষিক ৮৬,৭৮৪ টাকা অ্যানুয়িটি রিটার্ন পেতে পারেন। যদি ১২ বছরের জন্য আপনি বিনিয়োগ করেন, তবে বার্ষিক ১ লক্ষ ৩২ হাজার ৯২০টাকা পেনশন পাবেন। যদি ৪৫ বছর বয়সে আপনি ১০ লক্ষ টাকা দিয়ে এই পেনশন প্রকল্প কেনেন এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে বার্ষিক ৯০ হাজার ৪৫৬ টাকা পাবেন।