LIC Policy Revival: টাকা না দেওয়ায় LIC-র বিমা বন্ধ হয়ে গিয়েছে? এইভাবে পুনরায় বিমা চালু করুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 19, 2023 | 8:00 AM

LIC Policy: যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিমিয়াম না দেওয়ার কারণে পলিসি বন্ধ হয়ে যায়, তবে সুদ সহ আপনি যদি এলআইসির প্রিমিয়াম দেন, তবে সেই পলিসি চালু হয়ে যাবে।

LIC Policy Revival: টাকা না দেওয়ায় LIC-র বিমা বন্ধ হয়ে গিয়েছে? এইভাবে পুনরায় বিমা চালু করুন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: আপনার কি এলআইসির বিমা রয়েছে, কিন্তু নিয়মিত বিনিয়োগ না করার কারণে সেই বিমা বন্ধ হয়ে গিয়েছে? তবে চিন্তা করবেন না। আপনি চাইলেই আবার এলআইসির বিমা পুনরায় চালু করতে পারেন। আপনার কী ধরনের পলিসি, তার উপরে নির্ভর করে আপনি পুনরায় বিমা চালু করতে পারেন।

কীভাবে বন্ধ বা ল্যাপস হয়ে যাওয়া এলআইসি পলিসি চালু করবেন?

যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিমিয়াম না দেওয়ার কারণে পলিসি বন্ধ হয়ে যায়, তবে সুদ সহ আপনি যদি এলআইসির প্রিমিয়াম দেন, তবে সেই পলিসি চালু হয়ে যাবে।

কত টাকা ফেরত পাবেন?

যদি আপনি কমপক্ষে ৩ বছর সম্পূর্ণ প্রিমিয়াম দিয়ে থাকেন এবং তারপরে প্রিমিয়াম না দেওয়ার কারণে পলিসি বন্ধ হয়ে যায় বা প্রথম বকেয়া প্রিমিয়ামের ছয় মাসের মধ্য়ে বিমাকারীর মৃত্যু হয়, তবে বকেয়া প্রিমিয়ামটুকু বাদ দিয়ে পলিসির সম্পূর্ণ অর্থই সুদ সহ ফেরত পেয়ে যাবেন।

যদি আপনি এলআইসির কোনও বিমায় কমপক্ষে ৫ বছর প্রিমিয়াম দিয়ে থাকেন, তবে বকেয়া প্রিমিয়ামের প্রথম মাস থেকে ১২ মাসের মধ্যে বিমাকারীর মৃত্যু হলে বকেয়া প্রিমিয়ামের টাকা বাদ দিয়ে মৃত্যুর সময় অবধি প্রিমিয়াম ও সুদের টাকা ফেরত পেয়ে যাবেন।

Next Article