পলিসি হোল্ডারদের জন্য একটি নয়া আপডেট প্রকাশ করেছে জীবন বিমা সংস্থা। আর আপনি যদি এলআইসি থেকে কোনও পলিসি কিনে থাকেন তাহলে এই বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। LIC একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং জানিয়েছে যে পলিসি হোল্ডাররা যদি এলআইসি পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে শীঘ্রই তা করুন। অন্যথায় তাঁরা ভবিষ্যতে এলআইসি নীতি সম্পর্কিত কাজের জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন।
একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতের জীবন বিমা সংস্থা জানিয়েছে যে ২০২৩ সালের ৩১ মার্চের আগে প্যান কার্ডের সঙ্গে LIC পলিসি সংযোগ করা অত্যাবশ্যক। কয়েকটি ধাপে LIC পলিসি হোল্ডাররা প্যান কার্ডের সঙ্গে পলিসি লিঙ্ক করতে পারেন। আপনার LIC পলিসিকে প্যান কার্ডের সঙ্গে অনলাইনে লিঙ্ক করতে পারেন।
আপনার প্যান কার্ড লিঙ্ক না থাকলে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
এইভাবে অনলাইনে LIC পলিসি লিঙ্ক করা কি না চেক করুন: