LIC Special Offer: বন্ধ হওয়া LIC-র পলিসি চালু করার দারুণ সুযোগ, মিলবে ৩০ শতাংশ ছাড়ও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 02, 2023 | 7:23 AM

LIC: এলআইসি-র তরফে জানানো হয়েছে, সংস্থার তরফে স্পেশাল রিভাইভাল ক্যাম্পেন চালু করা হয়েছে। এই কর্মসূচির অধীনে বন্ধ হয়ে যাওয়া পলিসি নতুন করে চালু করতে পারবেন। এক্ষেত্রে পলিসি চালু করার জন্য যে লেট ফি দিতে হবে, তার উপরে ৩০ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে।

LIC Special Offer: বন্ধ হওয়া LIC-র পলিসি চালু করার দারুণ সুযোগ, মিলবে ৩০ শতাংশ ছাড়ও
ফাইল চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আপনার কি এলআইসির বিমা রয়েছে?  সময়মতো মাসিক কিস্তি দিতে না পারায়, সেই বিমা বন্ধ হয়ে গিয়েছে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। এলআইসি দিচ্ছে আপনাদের বিশেষ সুযোগ, যেখানে আপনি বন্ধ হয়ে যাওয়া এলআইসির পলিসি চালু করাতে পারেন। নতুন করে পলিসি চালু করার ক্ষেত্রে আপনি বিশেষ ছাড়ও পাবেন।

এলআইসি-র তরফে জানানো হয়েছে, সংস্থার তরফে স্পেশাল রিভাইভাল ক্যাম্পেন চালু করা হয়েছে। এই কর্মসূচির অধীনে বন্ধ হয়ে যাওয়া পলিসি নতুন করে চালু করতে পারবেন। এক্ষেত্রে পলিসি চালু করার জন্য যে লেট ফি দিতে হবে, তার উপরে ৩০ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে। তবে একটাই শর্ত রয়েছে, তা হল ৫ বছরের বেশি সময় অবধি যদি কোনও পলিসির প্রিমিয়াম না দেওয়া হয়, তবে তাদের বিমাটি আর চালু করা যাবে না। পাঁচ বছরের কম সময় অবধি বন্ধ থাকা পলিসিগুলিকে চালু করা যাবে এই কর্মসূচির অ্ধীনে।

যে কোনও বন্ধ হয়ে যাওয়া পলিসিই পুনরায় চালু করার জন্য লেট ফি জমা দিতে হয়। এক্ষেত্রে যেহেতু ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, তাই প্রিমিয়ামে অনেকটাই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ধরুন আপনার ১ লক্ষ টাকা প্রিমিয়াম বাকি থাকে, তবে আপনি ৩০০০ টাকা ছাড় পাবেন। যদি ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা প্রিমিয়াম বাকি থাকে, তবে আপনি সর্বাধিক ৩৫০০ টাকা অবধি ছাড় ছাড় পাবেন। যদি ৩ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম বাকি থাকে, তবে সেক্ষেত্রে ৪ হাজার টাকা অবধি ছাড় পাবেন।

Next Article