নয়া দিল্লি: অবসর জীবনে আয়ের একমাত্র পথ হল পেনশন। সরকারি-বেসরকারি কর্মীরা সাধারণত ৫৮ থেকে ৬০ বছর বয়সে অবসর গ্রহণের পর এই পেনশনের উপরে ভিত্তি করেই সংসার এবং নিজেদের খরচ বহন করেন। তবে প্রতি মাসে মাসে যাতে ব্য়াঙ্কে পেনশন আসে, তার জন্য প্রবীণ নাগরিকদের বাধ্যতামূূলকভাবে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র দিতে হয়। এই বছরও কেন্দ্রীয় সরকারের তরফে জীবন প্রমাণপত্র জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করে দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট, নাহলে পেনশন আটকে যাবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৮০ বছরের কম বয়সীদের লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে হবে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে। ডিজিটাল ও অফলাইন- দুই মাধ্যমেই এই সার্টিফিকেট জমা দেওয়া যাবে।
৮০ বছরের বেশি বয়সী যারা রয়েছেন, তাদের ১ অক্টোবর থেকেই লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। শেষ তারিখ ৩০ নভেম্বর।
যদি কেউ ৩০ নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা না দেন, তবে ডিসেম্বর মাস থেকে পেনশন বন্ধ হয়ে যাবে।
ডিজিটাল সার্টিফিকেট- ঘণ্টার পর ঘণ্টা যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্যই অনলাইনে জীবন প্রমাণপত্র জমা দেওয়ার সুবিধা আনা হয়েছে। এর জন্য জীবন প্রমাণ পোর্টালে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে।
ডোরস্টেপ ব্যাঙ্কিং এজেন্ট- যাদের হাঁটাচলা করতে সমস্যা, তাদের ক্ষেত্রে ব্যাঙ্কের এজেন্টরাই বাড়িতে এসে জীবন প্রমাণ পত্র সংগ্রহ করে নিয়ে যান।
পোস্ট অফিসে বায়োমেট্রিক- একাধিক পোস্ট অফিসেই বর্তমানে বায়োমেট্রিক ডিভাইস রয়েছে। এর মাধ্যমেও জীবন প্রমাণপত্র সাবমিট করা যায়।
ব্যাঙ্ক- এছাড়া ব্যাঙ্কে গিয়েও জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট আপডেট করা যায়।