e Lionel Messi: মেসির ৮ হাজার ১০০ কোটির বিমা, প্রিমিয়াম কত জানেন? - Bengali News | Lionel Messi: Messi has an insurance policy worth 8,100 crore Rupee, do you know how much the premium is? | TV9 Bangla News

Lionel Messi: মেসির ৮ হাজার ১০০ কোটির বিমা, প্রিমিয়াম কত জানেন?

LM10 Insurance Premium: গত ১৩ ডিসেম্বর ভারতে আসেন লিওনেল মেসি। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে ৩ দিন ভারতে থাকলেও ভারতে মেসি কোনও ম্যাচ কেন খেলবেন না? তাতে জানা গিয়েছে মেসির ৯০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১০০ কোটি টাকার বিমা রয়েছে। আর সেই বিমা সংস্থার শর্ত বলছে একমাত্র ক্লাব বা জাতীয় দলের হয়ে খেললেই নাকি সেই বিমার অর্থ পাবেন মেসি। নাহলে নয়।

Lionel Messi: মেসির ৮ হাজার ১০০ কোটির বিমা, প্রিমিয়াম কত জানেন?
মেসির বিমা, কত টাকা প্রিমিয়াম দেন তিনি?Image Credit source: PTI

Dec 15, 2025 | 5:30 PM

ক্রীড়া অর্থনীতি, শুনতে একটু নতুন লাগলেও ব্যাপারটা কিন্তু খুব নতুন নয়। যে কোনও দেশের অর্থনীতির একটা বিরাট অংশ কিন্তু থাকে এই ক্রীড়া অর্থনীতির মধ্যেই। আসলে খেলাধুলার সঙ্গে সম্পর্কযুক্ত সব ব্যবসায়িক কার্যকলাপকেই এই ক্রীড়া অর্থনীতির মধ্যে নিয়ে আসা হয়। আর আধুনিক খেলাধুলায় লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিম্বা আমাদের বিরাট কোহলি এক একজন কোটি কোটি ডলারের অ্যাসেট। কারণ, তাঁদের পায়ের জাদু হোক বা ব্যাটের স্যুইং, এতেই চলে কোটি টাকার ব্যবসা।

গত ১৩ ডিসেম্বর ভারতে আসেন লিওনেল মেসি। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে ৩ দিন ভারতে থাকলেও ভারতে মেসি কোনও ম্যাচ কেন খেলবেন না? তাতে জানা গিয়েছে মেসির ৯০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১০০ কোটি টাকার বিমা রয়েছে। আর সেই বিমা সংস্থার শর্ত বলছে একমাত্র ক্লাব বা জাতীয় দলের হয়ে খেললেই নাকি সেই বিমার অর্থ পাবেন মেসি। নাহলে নয়।

শুধুই পায়ের বিমা?

মেসির এই বিপুল অঙ্কের আড়ালে লুকিয়ে আছে জটিল এক আর্থিক হিসেব। মেসির এই বিমা কিন্তু শুধুমাত্র মেসির পায়ের জন্য, এই কথা বললে ভুল বলা হবে। পৃথিবীর বিভিন্ন ক্লাব আসলে খেলোয়াড়ের জন্য ‘স্পোর্টস ডিসেবিলিটি ইন্সিওরেন্স’ করিয়ে রাখে। এর কভারেজ কেবল চোট-আঘাত নয়, বরং কেরিয়ার শেষ করে দিতে পারে এমন কোনও আঘাত বা দীর্ঘমেয়াদি অক্ষমতার কারণে যদি খেলোয়াড়টির উপার্জনে কোনও ক্ষতি হয়, তা পূরণ করে।

মেসির মতো খেলোয়াড়ের ক্ষেত্রে, এই বিমার অঙ্কটি তাঁর বেতন, স্পনসরশিপ ও ইমেজ রাইটস মিলিয়ে মোট যে টাকার অঙ্ক দাঁড়ায় তার উপর নির্ভর করে। আর সেই হিসেবেই কোটি কোটি ডলারের দায়ভার নেয় বিমা সংস্থাগুলি।

বার্ষিক প্রিমিয়াম কত?

খেলাধুলাকে একটি ‘হাই-রিস্ক স্পোর্টস’ হিসেবে ধরা হয়। তাই খেলা সম্পর্কিত বিমার প্রিমিয়াম সাধারণত বিমার মোট মূল্যের ০.৮ শতাংশ থেকে ২ শতাংশের মধ্যে হয়। যদি মেসির বিমার মূল্য ৯০০ মিলিয়ন ডলার বা ৮ হাজার ১০০ কোটি টাকা ধরা হয় তাহলে আনুমানিক ১ শতাংশ হিসাবে বার্ষিক প্রিমিয়াম হয় ৯ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮১ কোটি টাকা।

অর্থাৎ, ক্লাবকে প্রতি বছর শুধু মেসির সুরক্ষার জন্য দিতে হয় এই পরিমাণ টাকা। আবার ঝুঁকির মাত্রা বাড়লে এই প্রিমিয়াম ৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১৫ মিলিয়ন ডলারেও পৌঁছতে পারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা প্রায় ১৩৫ কোটি টাকা।

তাই, একজন ‘বিলিয়ন ডলার অ্যাসেট’ হিসেবে মেসির এই বিমা করা হয়। আর এ থেকেই বোঝা যায়, মাঠে তাঁর পায়ের জাদু দেখে আমরা যতটা মুগ্ধ হই, মাঠের বাইরে তার অর্থনৈতিক হিসেব কিন্তু তার চেয়েও অনেকগুণ বেশি জটিল।