Budget 2023: ৭৫ বছরের অর্থ-সরণি, বাজেট-প্রদীপ হাতে ‘আলাদিন’ ২৬ অর্থমন্ত্রী, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 31, 2023 | 5:30 PM

Budget 2023: স্বাধীনতার পর থেকে মোট ২৬ জন অর্থমন্ত্রী পেশ করেছেন কেন্দ্রীয় বাজেট। সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই।

1 / 26
আর কে শানমুখম চেট্টি: স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি।  তিনি যথাক্রমে ১৯৪৭-৪৮ এবং ১৯৪৮-৪৯ স্বাধীনতার পরের দুই অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

আর কে শানমুখম চেট্টি: স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি। তিনি যথাক্রমে ১৯৪৭-৪৮ এবং ১৯৪৮-৪৯ স্বাধীনতার পরের দুই অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

2 / 26
জন মাথাই: ১৯৪৯-৫০ এবং ১৯৫০-৫১ - এই দুই অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন মাথাই। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী, পরে অর্থমন্ত্রী হয়েছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

জন মাথাই: ১৯৪৯-৫০ এবং ১৯৫০-৫১ - এই দুই অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন মাথাই। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী, পরে অর্থমন্ত্রী হয়েছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

3 / 26
সিডি দেশমুখ: ১৯৫৭-৫৮ (অন্তবর্তী এবং চূড়ান্ত) ১৯৬৪-৬৫ এবং ১৯৬৫-৬৬ - তিনটি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন সিডি দেশমুখ। তাঁর সময়েই প্রথমবার বাজেট তৈরি করা হয়েছিল হিন্দি ভাষায়। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

সিডি দেশমুখ: ১৯৫৭-৫৮ (অন্তবর্তী এবং চূড়ান্ত) ১৯৬৪-৬৫ এবং ১৯৬৫-৬৬ - তিনটি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন সিডি দেশমুখ। তাঁর সময়েই প্রথমবার বাজেট তৈরি করা হয়েছিল হিন্দি ভাষায়। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

4 / 26
টিটি কৃষ্ণমাচারি: ১৯৫৬ থেকে ১৯৫৮ এবং ১৯৬৪ থেকে ১৯৬৬ - দুই বার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ছিলেন তিরুভেল্লোর থাতাই কৃষ্ণমাচারি। ১৯৫৭-৫৮ (অন্তবর্তী ও চূড়ান্ত), ১৯৬৪-৬৫ এবং ১৯৬৫-৬৬ - তিনটি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: টুইটার)

টিটি কৃষ্ণমাচারি: ১৯৫৬ থেকে ১৯৫৮ এবং ১৯৬৪ থেকে ১৯৬৬ - দুই বার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ছিলেন তিরুভেল্লোর থাতাই কৃষ্ণমাচারি। ১৯৫৭-৫৮ (অন্তবর্তী ও চূড়ান্ত), ১৯৬৪-৬৫ এবং ১৯৬৫-৬৬ - তিনটি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: টুইটার)

5 / 26
জওহরলাল নেহরু - ১৯৫৮ সালে কয়েক মাসের জন্য অর্থমন্ত্রক নিজের হাতে রেখেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৫৮-৫৯ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য - গেটি ইমেজেস)

জওহরলাল নেহরু - ১৯৫৮ সালে কয়েক মাসের জন্য অর্থমন্ত্রক নিজের হাতে রেখেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৫৮-৫৯ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য - গেটি ইমেজেস)

6 / 26
মোরারজি দেশাই - আটটি পূর্ণ এবং দুটি অন্তর্বর্তী - মোট ১০টি কেন্দ্রীয় বাজেট  পেশ করেছিলেন মোরারজি দেশাই। এখনও পর্যন্ত ভারতে সবথেকে বেশি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করার রেকর্ড তাঁরই দখলে রয়েছে। ১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে এই ১০টি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

মোরারজি দেশাই - আটটি পূর্ণ এবং দুটি অন্তর্বর্তী - মোট ১০টি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। এখনও পর্যন্ত ভারতে সবথেকে বেশি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করার রেকর্ড তাঁরই দখলে রয়েছে। ১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে এই ১০টি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

7 / 26
শচীন্দ্র চৌধুরী: ১৯৬৫ থেকে ১৯৬৭ - লালবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন ঘাটালের সাংসদ শচীন্দ্র চৌধুরী। ১৯৬৫-৬৭ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। তাঁর আমলেই স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় অর্থনীতি মন্দার সম্মুখীন হয়েছিল। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

শচীন্দ্র চৌধুরী: ১৯৬৫ থেকে ১৯৬৭ - লালবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন ঘাটালের সাংসদ শচীন্দ্র চৌধুরী। ১৯৬৫-৬৭ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। তাঁর আমলেই স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় অর্থনীতি মন্দার সম্মুখীন হয়েছিল। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

8 / 26
ইন্দিরা গান্ধী - মোরারজি দেশাই অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ১৯৭০ এবং ১৯৭১ - দুই বছর অর্থমন্ত্রক নিজের হাতেই রেখেছিলেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কাজেই দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রীও তিনিই। ১৯৭০-৭১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

ইন্দিরা গান্ধী - মোরারজি দেশাই অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ১৯৭০ এবং ১৯৭১ - দুই বছর অর্থমন্ত্রক নিজের হাতেই রেখেছিলেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কাজেই দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রীও তিনিই। ১৯৭০-৭১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

9 / 26
ওয়াইবি চভন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইবি চভনের হাতে অর্থমন্ত্রকের দায়িত্বতুলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এরপর ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পরপর ৫ বছর কেন্দ্রীয় বাজেট পেশ করেন তিনি। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

ওয়াইবি চভন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইবি চভনের হাতে অর্থমন্ত্রকের দায়িত্বতুলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এরপর ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পরপর ৫ বছর কেন্দ্রীয় বাজেট পেশ করেন তিনি। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

10 / 26
চিদম্বরম সুব্রমনিয়ম: ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের তিনি দুটি কেন্দ্রীয় বাজেট পেশ করেন চিদম্বরম সুব্রমনিয়ম। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

চিদম্বরম সুব্রমনিয়ম: ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের তিনি দুটি কেন্দ্রীয় বাজেট পেশ করেন চিদম্বরম সুব্রমনিয়ম। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

11 / 26
হিরুভাই মুলজিভাই প্যাটেল: মোরারজি দেশাইয়ের নেতৃত্বে ভারতের যে প্রথম অ-কংগ্রেসী সরকার গঠিত হয়েছিল, সেই সরতকারের অর্থমন্ত্রী ছিলেন হিরুভাই মুলজিভাই প্যাটেল হিসেবে বেছে নিয়েছিলেন। ভারতীয় অর্থনীতিতে বিভিন্ন সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করেছিলেন তিনি। ১৯৭৭-৭৮ সালে (অন্তবর্তীকালীন এবং পূর্ণ) এবং ১৯৭৮-৭৮ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: অ্যামাজন)

হিরুভাই মুলজিভাই প্যাটেল: মোরারজি দেশাইয়ের নেতৃত্বে ভারতের যে প্রথম অ-কংগ্রেসী সরকার গঠিত হয়েছিল, সেই সরতকারের অর্থমন্ত্রী ছিলেন হিরুভাই মুলজিভাই প্যাটেল হিসেবে বেছে নিয়েছিলেন। ভারতীয় অর্থনীতিতে বিভিন্ন সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করেছিলেন তিনি। ১৯৭৭-৭৮ সালে (অন্তবর্তীকালীন এবং পূর্ণ) এবং ১৯৭৮-৭৮ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: অ্যামাজন)

12 / 26
চরণ সিং: ১৯৭৯-এর জুলাই  থেকে ১৯৮০-র জানুয়ারি পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। অল্প সময়ের জন্য তিনি অর্থ মন্ত্রকও নিজের হাতে রেখেছিলেন। ১৯৭৯-৮০ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

চরণ সিং: ১৯৭৯-এর জুলাই থেকে ১৯৮০-র জানুয়ারি পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। অল্প সময়ের জন্য তিনি অর্থ মন্ত্রকও নিজের হাতে রেখেছিলেন। ১৯৭৯-৮০ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

13 / 26
রামস্বামী বেঙ্কটরমন: ভারতের অষ্টম রাষ্ট্রপতি বেঙ্কটরমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ১৯৮০-৮১ (অন্তবর্তীকালীন ও পূর্ণাঙ্গ) এবং ১৯৮১-১৯৮২ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

রামস্বামী বেঙ্কটরমন: ভারতের অষ্টম রাষ্ট্রপতি বেঙ্কটরমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ১৯৮০-৮১ (অন্তবর্তীকালীন ও পূর্ণাঙ্গ) এবং ১৯৮১-১৯৮২ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: উইকিমিডিয়া কমন্স)

14 / 26
প্রণব মুখোপাধ্যায়: পাঁচ দশকের রাজনৈতিক জীবনে, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। দুই মেয়াদে তিনি সাত বছরেরও বেশি সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮২-৮৩, ১৯৮২-৮৪ এবং ১৯৮৪-৮৫ অর্থবর্ষে এবং পরের মেয়াদে ২০০৯-১০ (অন্তবর্তীকালীন এবং পূর্ণাঙ্গ), ২০১০-১১, ২০১১-১২ এবং ২০১২-১৩ - মোট আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

প্রণব মুখোপাধ্যায়: পাঁচ দশকের রাজনৈতিক জীবনে, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। দুই মেয়াদে তিনি সাত বছরেরও বেশি সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮২-৮৩, ১৯৮২-৮৪ এবং ১৯৮৪-৮৫ অর্থবর্ষে এবং পরের মেয়াদে ২০০৯-১০ (অন্তবর্তীকালীন এবং পূর্ণাঙ্গ), ২০১০-১১, ২০১১-১২ এবং ২০১২-১৩ - মোট আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

15 / 26
বিশ্বনাথ প্রতাপ সিং: ১৯৮৯ সালে ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৯৮৫ থেকে ১৯৮৭ - দুই বছর অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন ভিপি সিং। মেয়াদকালে দুটি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

বিশ্বনাথ প্রতাপ সিং: ১৯৮৯ সালে ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৯৮৫ থেকে ১৯৮৭ - দুই বছর অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন ভিপি সিং। মেয়াদকালে দুটি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

16 / 26
রাজীব গান্ধী: ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। ১৯৮৯ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। ১৯৮৭-৮৮ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনিই। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

রাজীব গান্ধী: ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। ১৯৮৯ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। ১৯৮৭-৮৮ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনিই। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

17 / 26
নারায়ণ দত্ত তিওয়ারি: প্রজা সোস্যালিস্ট পার্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন নারায়ণ দত্ত তিওয়ারি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ১৯৮৮-১৯৮৯ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

নারায়ণ দত্ত তিওয়ারি: প্রজা সোস্যালিস্ট পার্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন নারায়ণ দত্ত তিওয়ারি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ১৯৮৮-১৯৮৯ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

18 / 26
শঙ্কররাও ভাবরাও চভন: মহারাষ্ট্রের দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, শঙ্কররাও ভাবরাও চভন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ১৯৮৯-১৯৯০ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

শঙ্কররাও ভাবরাও চভন: মহারাষ্ট্রের দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, শঙ্কররাও ভাবরাও চভন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ১৯৮৯-১৯৯০ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

19 / 26
মধু দণ্ডবতে: ভিপি সিং মন্ত্রীসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মধু দণ্ডবতে। অর্থমন্ত্রী থাকাকালীন তিনি ১৯৯০-১৯৯১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

মধু দণ্ডবতে: ভিপি সিং মন্ত্রীসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মধু দণ্ডবতে। অর্থমন্ত্রী থাকাকালীন তিনি ১৯৯০-১৯৯১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

20 / 26
যশবন্ত সিনহা: ১৯৯০ থেকে ১৯৯১ পর্যন্ত চন্দ্র শেখর মন্ত্রিসভার এবং ১৯৯৮-এর জুন থেকে ২০০২-এর জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় - দুই মেয়াদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। ১৯৯১-৯২ (অন্তবর্তীকালীন বাজেট), ১৯৯৮-৯৯ (অন্তবর্তী ও চূড়ান্ত), ১৯৯৯-২০০০, ২০০০-০১, ২০০১-০২ এবং ২০০২-০৩ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন যশবন্ত সিনহা। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

যশবন্ত সিনহা: ১৯৯০ থেকে ১৯৯১ পর্যন্ত চন্দ্র শেখর মন্ত্রিসভার এবং ১৯৯৮-এর জুন থেকে ২০০২-এর জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় - দুই মেয়াদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। ১৯৯১-৯২ (অন্তবর্তীকালীন বাজেট), ১৯৯৮-৯৯ (অন্তবর্তী ও চূড়ান্ত), ১৯৯৯-২০০০, ২০০০-০১, ২০০১-০২ এবং ২০০২-০৩ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন যশবন্ত সিনহা। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

21 / 26
মনমোহন সিং: ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ছিলেন ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী। ১৯৯৬-৯৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন (অন্তর্বর্তীকালীন) তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

মনমোহন সিং: ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ছিলেন ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী। ১৯৯৬-৯৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন (অন্তর্বর্তীকালীন) তিনি। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

22 / 26
পি চিদম্বরম: ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। ১৯৯৬-৯৭ (পূর্ণাঙ্গ), ১৯৯৭-৯৮, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০১৩-১৪, ২০১৪-১৫ (অন্তবর্তীকালীন) - মোট ৯টি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

পি চিদম্বরম: ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। ১৯৯৬-৯৭ (পূর্ণাঙ্গ), ১৯৯৭-৯৮, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০১৩-১৪, ২০১৪-১৫ (অন্তবর্তীকালীন) - মোট ৯টি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

23 / 26
যশবন্ত সিং: অটলবিহারী বাজপেয়ী সরকারের অনেকগুলি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত সিং। অর্থমন্ত্রী হিসেবে তিনি ২০০৩-০৪ এবং ২০০৪-২০০৫ (অন্তবর্তীকালীন) অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

যশবন্ত সিং: অটলবিহারী বাজপেয়ী সরকারের অনেকগুলি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত সিং। অর্থমন্ত্রী হিসেবে তিনি ২০০৩-০৪ এবং ২০০৪-২০০৫ (অন্তবর্তীকালীন) অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

24 / 26
অরুণ জেটলি: ২০১৪ থেকে ২০১৯ - প্রথম মোদী সরকারের অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি। এই সময়কালে তিনি টানা পাঁচবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

অরুণ জেটলি: ২০১৪ থেকে ২০১৯ - প্রথম মোদী সরকারের অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি। এই সময়কালে তিনি টানা পাঁচবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

25 / 26
পীযূষ গোয়েল: কেন্দ্রীয় অর্থমন্ত্রী না হয়েও ২০১৯-২০-এর অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায় তিনি এই দায়িত্ব পালন করেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

পীযূষ গোয়েল: কেন্দ্রীয় অর্থমন্ত্রী না হয়েও ২০১৯-২০-এর অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায় তিনি এই দায়িত্ব পালন করেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

26 / 26
নির্মলা সীতারমন: ২০১৯ সালে দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে এখনও পর্যন্ত তিনি ২০১৯-২০, ২০২০-২১ - দুই অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

নির্মলা সীতারমন: ২০১৯ সালে দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে এখনও পর্যন্ত তিনি ২০১৯-২০, ২০২০-২১ - দুই অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। (ছবি সৌজন্য: গেটি ইমেজেস)

Next Photo Gallery
Economic Survey Report: ‘মূল্যবৃদ্ধি থাকবে, তবে কাঁটা হবে না দেশের অগ্রগতির’, আশ্বাসের বাণী নির্মলার
Budget 2023: এই ৯ বাজেট যেন ইতিহাসের বাঁক, বদলে দিয়েছে ভারতকে, দেখুন ছবিতে ছবিতে