
ইউটিউব এখন অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। যে কোনও সমস্যার সমাধান এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেকের আবার রুটিরুজির মাধ্যমও ইউটিউব। দেশের প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিয়ো তৈরি করে রাতারাতি লক্ষ্য লক্ষ্য টাকা কামিয়েছেন। আপনি কী জানেন ভারতের কোন কোন ইউটিউবাররা সবথেকে বেশি টাকা রোজগার করেন? না জেনে থাকলে এক নজরে দেখে নিন। (যাবতীয় তথ্যই বিভিন্ন রিপোর্ট থেকে সংগৃহীত, কোনও ইউটিউবার তাদের বার্ষিক আয়ের কথা ঘোষণা করেননি) ছবি: সংগৃহীত

২৭ বছর বয়সী অমিত ভাদানা নিজের নামেই একটি ইউটিউব চ্যালেন চালান। ২০১২ সালে তিনি নিজের ইউটিউব চ্যানেলটি তৈরি করেছিলেন। বিজনেজ কানেক্ট ইন্ডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে অমিতের মোট সম্পদের পরিমাণ ৪৪ কোটি টাকার কাছাকাছি। ছবি: সংগৃহীত

আশিস চাঁচলানি নামের যুবক ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়। বিজনেজ কানেক্ট ইন্ডিয়াতে প্রকাশিত রিপোর্ট প্রত্যেক মাসে সে ১ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার কাছাকাছি টাকা রোজগার করেন। ছবি: সংগৃহীত

ইউটিউবার ভুবন বামও বেশ জনপ্রিয়। ইউটিউবে তিনি বিবি ভাইনস নামেই পরিচিত। ২০২১ সালে বিজনেজ কানেক্ট জানিয়েছে, ইউটিউবার ভুবনের মোট সম্পদের পরিমাণ ২৫ কোটি টাকা। ছবি: সংগৃহীত

একাধিক কর্মকাণ্ডের জন্য ক্যারিমিনাটি ওরফে অজয় নাগর যথেষ্টই জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে বিভিন্ন মিম ভিডিয়ো তৈরি করা হয়। বিজনেজ কানেক্ট জানিয়েছে, ক্যারির মোট সম্পদের পরিমাণ ২৬ কোটি টাকা। ছবি: সংগৃহীত

টেকনিক্যাল গুরুজি ওরফে গৌরব চৌধুরি নামের ইউটিউবার বিভিন্ন ইলেক্ট্রনিক্স জিনিসপত্রের রিভিউ দিয়ে থাকেন। ৩০ বছর বয়সী এই ভারতী ইউটিউবারের ২ টি ইউটিউব চ্যানেল রয়েছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি টাকা। ছবি: সংগৃহীত