Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flat GST: ফ্ল্যাটে থাকার খরচ বাড়বে আরও, ১৮ শতাংশ জিএসটি বসতে পারে মেইনটেন্যান্স চার্জে

GST: আকাশছোঁয়া অ্য়াপার্টমেন্টে থাকার খরচ বাড়তে চলেছে আরও। এবার ফ্ল্যাটের মেইনটেন্যান্স চার্জের উপরও বসতে পারে জিএসটি। এমনটাই সূত্রের খবর।

Flat GST: ফ্ল্যাটে থাকার খরচ বাড়বে আরও, ১৮ শতাংশ জিএসটি বসতে পারে মেইনটেন্যান্স চার্জে
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 11:16 AM

নয়া দিল্লি: বহুতলে থাকার স্বপ্ন? কিংবা থাকেন কোনও কমপ্লেক্স সোসাইটিতে? তবে আপনাদের জন্য রয়েছে খারাপ খবর। আকাশছোঁয়া অ্য়াপার্টমেন্টে থাকার খরচ বাড়তে চলেছে আরও। এবার ফ্ল্যাটের মেইনটেন্যান্স চার্জের উপরও বসতে পারে জিএসটি। এমনটাই সূত্রের খবর।

বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার হাউসিং সোস্যাইটিগুলিতে মেইনটেন্যান্স চার্জের উপরে জিএসটি বসাতে পারে। যে আবাসনগুলির মাসিক মেইনটেন্যান্স চার্জ ৭৫০০ টাকার বেশি, সেই আবাসনে বাসিন্দাদের অতিরিক্ত ১৮ শতাংশ জিএসটি দিতে হতে পারে। অর্থাৎ তাদের মেইনটেন্যান্স বাবদ মোট খরচ অনেকটা বাড়তে চলেছে।

জানা গিয়েছে, সমস্ত আবাসনের উপর এই জিএসটি বসানো হবে না। কেবল সেই আবাসনগুলি, যেখানে প্রতি অ্যাপার্টমেন্টের মেইনটেন্যান্স চার্জ ৭ হাজার ৫০০ টাকার বেশি বা হাউজিং সোস্যাইটির বার্ষিক মেইনটেন্যান্স খরচ ২০ লক্ষ টাকার বেশি, তার উপরই ১৮ শতাংশ জিএসটি বসানো হবে।

যদি কারোর সংশয় থাকে যে তাদের অ্যাপার্টমেন্ট জিএসটির আওতায় আসবে কি না, তবে স্থানীয় কমার্শিয়াল ট্যাক্স অফিসে গিয়ে ৫০০ টাকা ফি দিয়ে যাচাই করতে পারেন।