Loan Decline: বছরে ৭৫ লক্ষ উপার্জন করলেও ২০ লক্ষের লোন পেতে কালঘাম ছুটতে পারে!

Loan: সাধারণত কোনও ব্যক্তির মাসিক উপার্জন ১ লক্ষ টাকা হলে, তার ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে ৫৫ থেকে ৭০ লক্ষ টাকার মধ্যে লোন পেতে পারে সে।

Loan Decline: বছরে ৭৫ লক্ষ উপার্জন করলেও ২০ লক্ষের লোন পেতে কালঘাম ছুটতে পারে!
Image Credit source: David Talukdar/Moment/Getty Images

Jul 14, 2025 | 6:10 AM

আচ্ছা কারও বছরে যদি ৭৫ লক্ষ টাকা উপার্জন হয়, তাহলে তার পক্ষে ২০ লক্ষের লোন পাওয়া কি খুব সমস্যার? আপনি হয়তো বলবেন, না। কারণ, অঙ্কের বিচারে ওই ব্যক্তির বার্ষিক আয়ের তুলনায় লোনের অঙ্ক তো অনেকটাই কম। কিন্তু সেই ব্যক্তিরও লোনের আবেদন খারিজও হয়ে যেতে পারে।

সাধারণত কোনও ব্যক্তির মাসিক উপার্জন ১ লক্ষ টাকা হলে, তার ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে ৫৫ থেকে ৭০ লক্ষ টাকার মধ্যে লোন পেতে পারে সে। এমনই বলছে বাজাজ ফিনসার্ভের ওয়েবসাইট। অর্থাৎ, বার্ষিক উপার্জনের প্রায় ৬ গুণ পর্যন্ত লোন পেতে পারে ওই ব্যক্তি। তাহলে ৭৫ লক্ষ উপার্জনে ২০ লক্ষের লোনের আবেদন খারিজ হবে কেন?

এখানেই অনেকে ভাবতে পারেন এমন আবার হয় নাকি? আসলে কোনও ব্যক্তির যদি কোনও চাকরি না থাকে বা কোনও নির্দিষ্ট ব্যবসা না থাকে তাহলে তার পক্ষে লোন পাওয়া খুবই চাপের। ধরা যাক কোনও ব্যক্তি ফ্রিল্যান্সার। তার বার্ষিক উপার্জন যাই হোক না কেন, আগামীতেও সেই একই যে হবে তার তো কোনও ভরসা ব্যাঙ্ক করবে না। ফলে, ফ্রিল্যান্সের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লোন পেতে সমস্যা হয়। কারণ, চাকরিজীবীদের উপার্জন কম হলেও, একটা স্টেডি চাকরি থাকায় ব্যাঙ্ক মনে করে এদের লোন দেওয়া অপেক্ষাকৃত নিরাপদ। আর সেই কারণেই চাকরিজীবীরা অনেক সময়ই কম সুদেও লোন পেতে পারেন।