AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reserve Bank Of India, Repo Rate: সস্তা হবে লোনের EMI, ট্রাম্পকে ‘হারিয়ে’ যুদ্ধের মোকাবিলা করতে প্রস্তুতি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের

RBI Repo Rate Cut: রেপো রেট কমে যাওয়ায় কমবে বিভিন্ন প্রকার লোনের সুদের হার, কমবে ইএমআই। আর এর ফলে মধ্যবিত্তের হাতে কিছুটা উদ্বৃত্ত টাকা থাকবে।

Reserve Bank Of India, Repo Rate: সস্তা হবে লোনের EMI, ট্রাম্পকে 'হারিয়ে' যুদ্ধের মোকাবিলা করতে প্রস্তুতি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের
| Updated on: Apr 09, 2025 | 10:01 PM
Share

২০২৫ সালে পরপর দু’বার রেপো রেট কমালো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর আরবিআইয়ের রেপো রেট কমানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের লক্ষ লক্ষ মধ্যবিত্ত। প্রথম বারের ২৫ বেসিস পয়েন্টের পর দ্বিতীয়বারও রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোয় আরবিআইয়ের বর্তমান রেপো রেট দাঁড়িয়েছে ৬ শতাংশে।

ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্কের ঘোষণার পর অনেক দেশের মতো ভারতের অর্থনীতিরও বেশ কিছু দিকে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমনকি এই শুল্ক যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনীতিই খাদের অতলে চলে যেতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। আর সেদিন থেকে দেখলে আরবিআইয়ের এই সিদ্ধান্ত ভারতের অর্থনীতির পক্ষে ভাল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরাই।

রেপো রেট কমে যাওয়ায় কমবে বিভিন্ন প্রকার লোনের সুদের হার, কমবে ইএমআই। আর এর ফলে মধ্যবিত্তের হাতে কিছুটা উদ্বৃত্ত টাকা থাকবে। যা অন্য কোনও খাতে খরচ করা হলে বাড়ছে দেশের জিডিপি। ইতিমধ্যেই ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী দেশের মুদ্রাস্ফীতির হার নেমে গিয়েছে ৩.৬ শতাংশে। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। আর এর ফলে মার্চে ভারতের শেয়ার বাজার কিছুটা হলেও ভাল ফলাফল করেছে। বিশেষজ্ঞদের মতে এবারে দেশের আবহাওয়ার কারণে ক্ষতি হতে পারে ফসলের। আর এর ফলে মূদ্রাস্ফীতি বাড়তে পারে। এ ছাড়াও ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে কিছুটা বাড়তে পারে মুদ্রাস্ফীতি।

রিজার্ভ ব্যাঙ্ক অনুমান করেছে চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে ৪.৮ শতাংশ হতে পারে। এমনকি উল্লিখিতি কারণের জন্য কমতে পারে দেশের জিডিপিও। আর সেই সময় রেপো রেট কমিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক আর এক যুদ্ধের মোকাবিলা করতে যে প্রস্তুত হয়েছে, তা বলাই যায়।