Local Train Ticket: টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়াতেই হবে না, লোকাল ট্রেনে চাপার এই সহজ ট্রিকটা শিখে রাখুন

UTS: অফিস টাইমে তো প্রতিটা কাউন্টারেই মারাত্মক ভিড় থাকে। সেক্ষেত্রে টিকিট কাটতে অনেক সমস্যা হয়। বিনা টিকিটে আবার ট্রেনে চাপলেই জরিমানা। তাহলে করবেন কী?

Local Train Ticket: টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়াতেই হবে না, লোকাল ট্রেনে চাপার এই সহজ ট্রিকটা শিখে রাখুন
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Mar 06, 2025 | 1:58 PM

নয়া দিল্লি: যারা নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য কষ্টসাধ্য বিষয় হল নিয়মিত টিকিট কাটা। লোকাল ট্রেনের টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে। বিশেষ করে অফিস টাইমে তো প্রতিটা কাউন্টারেই মারাত্মক ভিড় থাকে। সেক্ষেত্রে টিকিট কাটতে অনেক সমস্যা হয়। বিনা টিকিটে আবার ট্রেনে চাপলেই জরিমানা। তাহলে করবেন কী?

রোজ টিকিট কাটার এই ভিড় এড়ানোর সহজ উপায় হল ইউটিএস। অনলাইনে শুধু দূরপাল্লার ট্রেনের টিকিট নয়, লোকাল ট্রেনের টিকিটও কাটা যায়। এর জন্যই কাজে লাগে ইউটিএস (UTS) অ্যাপ। অসংরক্ষিত টিকিটিং সিস্টেমের শর্ট ফর্মই হল UTS।

UTS-র সুবিধা?

  • এই অ্যাপে টিকিট বুকিংয়ের সবথেকে বড় সুবিধা হল এতে সশরীরে টিকিট কাউন্টারে দাঁড়াতে হয় না।
  • সহজ ইন্টারফেস হওয়ায় যাত্রীরা সহজেই নির্দিষ্ট গন্তব্য নির্বাচন করতে পারেন এবং টিকিট কাতে পারেন।
  • অনলাইনেই পেমেন্ট করা যায়।

দূরত্বসীমা-

আগে ইউটিএসে দূরত্বসীমা ছিল। টিকিট কাটার ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থেকেই টিকিট কাটতে হত। সাব-আর্বান বা শহরের উপকণ্ঠে চলা ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ছিল ২০ কিলোমিটার। বেশি দূরত্বের মধ্যে বা  নন সাব-আর্বান ট্রেনের ক্ষেত্রে এই দূরত্ব ছিল ৫০ কিলোমিটার। অর্থাৎ এর থেকে বেশি দূরত্ব থেকে ইউটিএসে টিকিট কাটা যেত না। বর্তমানে সেই আউটার লিমিটও তুলে দেওয়া হয়েছে।