Debit Card Block: ডেবিট কার্ড হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে? কীভাবে বাড়ি বসে কার্ড ব্লক করবেন, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 27, 2023 | 7:10 AM

SBI Debit Card: এসবিআইয়ের ডেবিট বা এটিএম কার্ড ব্লক করার সবথেকে সহজ পদ্ধতি হল টোল ফ্রি নম্বরে ফোন করে কার্ড ব্লক করা। এসবিআইয়ের কার্ড ব্লক করার ক্ষেত্রে 1800 11 2211 বা 1800 425 3800 - নম্বরে ফোন করে আপনি কার্ড ব্লক করে দিতে পারেন। 

Debit Card Block: ডেবিট কার্ড হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে? কীভাবে বাড়ি বসে কার্ড ব্লক করবেন, জেনে নিন
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: টাকা তোলার জন্য ব্যাঙ্কে লম্বা লাইন দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। এটিএম থেকে ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা যায় কয়েক মিনিটেই। বর্তমানে অনলাইন পেমেন্টের যুগে আর্থিক লেনদেনও করা যায় ডেবিট কার্ডের মাধ্যমে। ডেবিট কার্ডে যে পিন নম্বর ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাতে বিনা অনুমতিতে আপনার অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলতেও পারবেন না। তবে অনেক সময়ই ভুলবশত হারিয়ে যেতে বা চুরি হয়ে যেতে পারে ডেবিট কার্ড। সেক্ষেত্রে আপনার প্রথম কাজই হল ব্য়াঙ্কে রিপোর্ট করা এবং ডেবিট কার্ড ব্লক করে দেওয়া। যদি আপনি তৎক্ষণাৎ কার্ড ব্লক না করেন, তবে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে ফোন করে বা এসএমএস পরিষেবার সাহায্যে আপনি কার্ড ব্লক করে দিতে পারেন।

যদি আপনার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেবিট কার্ড হয়, তবে কীভাবে কার্ড ব্লক করবেন, জেনে নিন-

টোল ফ্রি নম্বরে ফোন করুন-

এসবিআইয়ের ডেবিট বা এটিএম কার্ড ব্লক করার সবথেকে সহজ পদ্ধতি হল টোল ফ্রি নম্বরে ফোন করে কার্ড ব্লক করা। এসবিআইয়ের কার্ড ব্লক করার ক্ষেত্রে 1800 11 2211 বা 1800 425 3800 – নম্বরে ফোন করে আপনি কার্ড ব্লক করে দিতে পারেন।

ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্য়মে কীভাবে কার্ড ব্লক করবেন?

  • প্রথমেই আপনাকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট onlinesbi.com- এ যেতে হবে।
  • এবার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পোর্টালে লগ ইন করুন।
  • এবার ই-সার্ভিস সেকশনে যান এবং এটিএম কার্ড সার্ভিস অপশনে ক্লিক করুন। এবার ‘ব্লক এটিএম কার্ড’ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার কোন অ্যাকাউন্টের এটিএম কার্ড বা ডেবিট কার্ড ব্লক করতে চান, তা সিলেক্ট করুন।
  • আপনার ডেবিট কার্ডের প্রথম ও শেষের চারটি ডিজিট দেখে নিন। যদি ওই নম্বর আপনার হারিয়ে বা চুরি যাওয়া কার্ডের নম্বরের সঙ্গে মিলে যায়, তবে ক্লিক করুন।
  • এর পরের ধাপে আপনার কাছে জানতে চাওয়া হবে কেন কার্ড ব্লক করতে চান।
  • নিজের ব্যক্তিগত তথ্যের ভেরিফিকেশন করে নিলে আপনার কাছে একটি ওটিপি নম্বর আসবে।
  • .ওই ওটিপি বসালেই আপনার এটিএম বা ডেবিট কার্ড ব্লক হয়ে যাবে।
  • কার্ড ব্লক হয়ে গেলে আপনার কাছে এসএমএসের মাধ্য়মে একটি টিকিট নম্বর আসবে।

এসএমএসের মাধ্যমে কীভাবে কার্ড ব্লক করবেন?

567676 নম্বরে আপনাকে প্রথমে BLOCK লিখতে হবে, তার পাশে ডেবিট কার্ডের শেষ ৪টি নম্বর বসাতে হবে।

তবে এক্ষেত্রে মনে রাখা দরকার, যে ফোন নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকেই মেসেজ পাঠাতে হবে।

Next Article