নয়া দিল্লি: টাকা তোলার জন্য ব্যাঙ্কে লম্বা লাইন দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। এটিএম থেকে ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা যায় কয়েক মিনিটেই। বর্তমানে অনলাইন পেমেন্টের যুগে আর্থিক লেনদেনও করা যায় ডেবিট কার্ডের মাধ্যমে। ডেবিট কার্ডে যে পিন নম্বর ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাতে বিনা অনুমতিতে আপনার অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলতেও পারবেন না। তবে অনেক সময়ই ভুলবশত হারিয়ে যেতে বা চুরি হয়ে যেতে পারে ডেবিট কার্ড। সেক্ষেত্রে আপনার প্রথম কাজই হল ব্য়াঙ্কে রিপোর্ট করা এবং ডেবিট কার্ড ব্লক করে দেওয়া। যদি আপনি তৎক্ষণাৎ কার্ড ব্লক না করেন, তবে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে ফোন করে বা এসএমএস পরিষেবার সাহায্যে আপনি কার্ড ব্লক করে দিতে পারেন।
এসবিআইয়ের ডেবিট বা এটিএম কার্ড ব্লক করার সবথেকে সহজ পদ্ধতি হল টোল ফ্রি নম্বরে ফোন করে কার্ড ব্লক করা। এসবিআইয়ের কার্ড ব্লক করার ক্ষেত্রে 1800 11 2211 বা 1800 425 3800 – নম্বরে ফোন করে আপনি কার্ড ব্লক করে দিতে পারেন।
567676 নম্বরে আপনাকে প্রথমে BLOCK লিখতে হবে, তার পাশে ডেবিট কার্ডের শেষ ৪টি নম্বর বসাতে হবে।
তবে এক্ষেত্রে মনে রাখা দরকার, যে ফোন নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকেই মেসেজ পাঠাতে হবে।