কলকাতা: প্যান কার্ড (Pan Card) আমাদের রোজকার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাঙ্ক থেকে শুরু করে কোনও সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন তো হয়ই, আয়কর (Income Tax) দেওয়া বা আইটি ফাইল (IT File) বজায় রাখতেও প্যান কার্ড অবশ্যম্ভাবী। অনেকেই পরিচয় পত্র বা জন্মের প্রমাণপত্র হিসেবেও প্যান কার্ড ব্যবহার করে থাকেন। এই রকম গুরুত্বপূর্ণ একটি নথি যদি হারিয়ে যায়, তবে স্বাভাবিকভাবেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। অনেকেই প্যান কার্ড হারিয়ে ফেলেন। এমন প্রয়োজনীয় নথি হারিয়ে গেলে অনেকেই বুঝে উঠতে পারেন না, যে কী করবেন অথবা কী ভাবে আবার প্যান কার্ড পাবেন। যাদের প্যান কার্ড হারিয়ে গিয়েছে অথবা কোনও কারণে প্যান কার্ড খোয়া গিয়েছে, তারা সহজেই এই পদ্ধতিতে প্যান কার্ড পেতে পারেন। তবে প্রথমে নিকটবর্তী থানায় প্যান কার্ড হারিয়ে যাওয়ার অভিযোগ জানাতে হবে। এবার জেনে নিন কী ভাবে আবার প্যান কার্ডের জন্য আবেদন করবেন…
জেনে নিন কী ভাবে আবেদন করবেন…
আরও পড়ুন Strike In Delhi: আবার ধর্মঘট! এক টানা ২ দিন চলবে না ট্যাক্সি-অটো, চিন্তিত নিত্যযাত্রীরা