নয়া দিল্লি: ব্য়াঙ্ক থেকে শুরু করে ফর্ম ফিলআপ- সমস্ত সরকারি কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। আধার হল ১২ সংখ্যার ইউনিক আইডেনটিফিকেশন নম্বর, যা ইউনিক আইডেনটিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র তরফে সমস্ত ভারতীয় নাগরিক ও অনাবাসী ভারতীয়দের দেওয়া হয়। আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ভুলবশত অনেক সময়ই হারিয়ে যেতে পারে আধার কার্ড। এক্ষেত্রে কার্যত মাথায় বাজ ভেঙে পড়ে। তবে চিন্তা করবেন না। যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়, তবে আপনি ইউআইডিএআই-র টোল ফি নম্বর ১৯৪৭ -এ বা অনলাইনে গিয়ে হারিয়ে যাওয়ার রিপোর্ট করতে পারেন।
যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়, তবে এই পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি নতুন আধার কার্ড পেতে পারেন।
https://myaadhaar.uidai.gov.in/ – এ গিয়ে নিজের আধার নম্বর বসিয়ে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পাওয়ার জন্য় আবেদন করতে পারেন।
এছাড়া ১৯৪৭ নম্বরে ফোন করেও আপনি আধার কার্ড হারিয়ে যাওয়ার অভিযোগ জানাতে পারেন।
ইআইডি ওয়েবসাইট থেকে আপনি ই-আধার ডাউনলোড করতে পারেন।
১৯৪৭ নম্বরে ফোন করে আপনার নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য জানান। যদি আপনার রেকর্ড ম্যাচ করে, তবে আপনাকে ইআইডি দেওয়া হবে।