৩১ ডিসেম্বর শেষ তারিখ। এই তারিখের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে হবে। নাহলে নতুন বছর থেকে রান্নার গ্যাসে মিলবে না ভর্তুকি। অনেকে আবার দাবি করছেন, বায়োমেট্রিক আপডেট না করালে নাকি রান্নার গ্যাসই মিলবে না। আসল সত্যিটা কী?
কেন্দ্রের তরফে গ্যাসের বায়োমেট্রিক আপডেটের নির্দেশ দিতেই বাজারে নানা ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। গ্রাহক, এমনকী গ্যাসের ডিলাররাও বিভ্রান্ত। তবে চিন্তিত হবেন না। সহজ কথা জানুন সহজ করে।
ফাইল চিত্র
প্রতীকী ছবি।
বায়োমেট্রিকের সঙ্গে গ্যাসের পাইপ,রেগুলেটর কেনার কোনও যোগাযোগ নেই। নিরাপত্তার বিষয় সম্পূ্র্ণ আলাদা। এর সঙ্গে বায়োমেট্রিকের কোনও যোগাযোগ নেই। ফলে ডিস্ট্রিবিউটর আপনাকে জোর করে এগুলি কেনাতে পারে না।
যদি কোনও ডিস্ট্রিবিউটর টাকা নেন বায়োমেট্রিকের জন্য,তাহলে সঙ্গে সঙ্গে গ্যাস কোম্পানিকে জানান। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে গ্যাস কোম্পানি। কোনও ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করতে হবে ১৮০০২৩৩৩৫৫৫ এই নম্বরে।
ফাইল চিত্র
ফাইল চিত্র
ফাইল চিত্র
বাড়িতে গ্যাস ডেলিভারি দিতে আসেন যে কর্মীরা, তাদেরও দ্রুত প্রশিক্ষণ দেওয়ার ভাবনা রয়েছে ডিস্ট্রিবিউটরদের,যাতে বাড়িতেই বায়োমেট্রিকের কাজ হয়।
আধার ভ্যারিফিকেশনের জন্যও কোনও টাকা দিতে হবে না। আধার সংক্রান্ত সমস্যার জন্য আলাদা দলও গঠন করেছে ইন্ডিয়ান অয়েল। আপনি বাড়ি বসেই মোবাইল বা কম্পিউটারে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন।