Bangla News Business LPG Gas Cylinder: Indian Oil Launches Indane Xtra Tej Cylinder, Know details here
এলপিজি গ্রাহকদের জন্য দারুণ সুখবর, এ বার এক সিলিন্ডারেই পাবেন দ্বিগুণ সুবিধা!
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jul 25, 2021 | 5:58 PM
Indane Xtra Tej Cylinder: ইন্ডিয়ান অয়েলের তরফে আনা এই নতুন গ্যাস সিলিন্ডার একদিকে যেমন ওজনে হালকা হবে, তেমনই আবার তাড়াতাড়ি রান্না করতেও সাহায্য করবে।
1 / 6
ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এ বার এলপিজি বন্টনকারী সংস্থার তরফে আনা হচ্ছে এক নতুন ধরনের সিলিন্ডার, যা ওজনেও হালকা হবে, আবার গ্যাসও সাশ্রয় হবে। দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ওয়েলের এই নতুন পরিষেবা।
2 / 6
ইন্ডিয়ান ওয়েলের তরফে এই নতুন সিলিন্ডারের নাম দেওয়া হয়েছে ইন্ডেন এক্সট্রা তেজ সিলিন্ডার। এই সিলিন্ডার ব্যবহার করে আপনারা ৫ শতাংশ গ্যাস সাশ্রয় করতে পারেন। এছাড়া খাবারও তাড়াতাড়ি তৈরি হবে এই গ্যাসে।
3 / 6
নীল রঙের এই গ্যাস সিলিন্ডারটি সাধারণ সিলিন্ডারের তুলনায় অনেকটাই হালকা হবে। মজবুত স্টিলে তৈরি গ্যাস সিলিন্ডারের তুলনায় ফাইবারের তৈরি এই গ্যাস সিলিন্ডারটি প্রায় ৫০ শতাংশ হালকা হবে এবং অনেক বেশি সুরক্ষিত হবে।
4 / 6
ফাইবারের তৈরি এই গ্যাস সিলিন্ডারে সর্বাধিক ১০ কেজি গ্যাস থাকবে। সিলিন্ডারের পাশের কিছু অংশ ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হবে, যার ফলে কতটা গ্যাস খরচ হয়েছে এবং সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে, তা দেখা যাবে।
5 / 6
ন্যানো টেকনোলজিতে তৈরি এই সিলিন্ডারটি দেশের সব প্রান্তেই পৌঁছে দেওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত হাতে গোনা কয়েকটি শহরেই পাওয়া যাচ্ছে। আগামিদিন প্রতিটি রাজ্যের সমস্ত জেলায় এই গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়াই ইন্ডিয়ান অয়েলের লক্ষ্য।
6 / 6
তবে এই সিলিন্ডার কেবল বাণিজ্যিক জায়গাতেই ব্যবহার করা যাবে, অর্থাৎ হোটেল, রেস্তরাঁয় এই নতুন গ্যাস সিলিন্ডারের পরিষেবা পাওয়া গেলেও গৃহস্থের বাড়িতে এখনই এক্সট্রা তেজ সিলিন্ডারের সুবিধা পাওয়া যাবে না। বিশদে জানতে ১৮০০২৩৩৩৫৫৫ -এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন।