LPG Price Cut: সকাল সকাল গুড নিউজ! ডিসেম্বরের ১ তারিখেই কমে গেল LPG সিলিন্ডারের দাম, এবার কত দাম পড়বে?

LPG Cylinder Price: দাম কমল এলপিজি সিলিন্ডারের। একলাফে ১০ টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক বাজারের দামের হিসাবেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছে। আজ, ১ ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এবার কত টাকা দাম হল এলপিজি সিলিন্ডারের?

LPG Price Cut: সকাল সকাল গুড নিউজ! ডিসেম্বরের ১ তারিখেই কমে গেল LPG সিলিন্ডারের দাম, এবার কত দাম পড়বে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Dec 01, 2025 | 7:51 AM

নয়া দিল্লি: ডিসেম্বর মাসের প্রথম দিন আজ। আর মাসের শুরুতেই মিলল সুখবর। দাম কমল এলপিজি সিলিন্ডারের। একলাফে ১০ টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price Cut)। আজ, ১ ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এবার কত টাকা দাম হল এলপিজি সিলিন্ডারের?

প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের বিচারে দেশীয় বাজারে এলপিজি ও পেট্রোলিয়ামজাত অন্যান্য পণ্যের দাম ধার্য করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আন্তর্জাতিক বাজারের দামের হিসাবেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছে। এর আগে নভেম্বর মাসে ৫ টাকা দাম কমানো হয়েছিল ১৯ কেজির সিলিন্ডারের। অক্টোবরে ১৬ টাকা দাম বাড়লেও, তার আগে সেপ্টেম্বরে এক ধাক্কায় ৫১ টাকা দাম কমানো হয়েছিল।

 এলপিজি সিলিন্ডারের নতুন দাম কত হল?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)- এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছে। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন ১৫৮০ টাকা ৫০ পয়সা, যা আগে ১৫৯০ টাকা ৫০ পয়সা ছিল

কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৬৯৪ টাকা থেকে কমে ১৬৮৪ টাকা হয়েছে। মুম্বইতে ১,৫৪১ টাকা থেকে দাম কমে ১,৫৩১ টাকা হয়েছে। চেন্নাইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল ১,৭৩৯.৫০ টাকা। 

গৃহস্থের স্বস্তি হল?

১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। মুম্বইতে দাম ৮৫২.৫০ টাকা।