নয়া দিল্লি: গত ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তৃতীয় মোদী সরকার গঠনের পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল। এই বাজেট পেশ হওয়ার আগে বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমে গিয়েছিল। এবার বাজেটের পর বাড়তে চলেছে সেই গ্যাসের দাম। প্রতি মাসেই ১ তারিখে রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয়। কখনও দাম বাড়ে বা কমে, কখনও আবার অপরিবর্তিত থাকে। ১ অগস্ট থেকেও নিয়ম মেনে নতুন দামে বিক্রি হবে রান্নার গ্যাস।
বাড়িতে ব্যবহৃত গ্যাস অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা ছিল, সেটাই থাকছে। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে সাড়ে ৮ টাকা। অর্থাৎ কলকাতায় যে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ছিল ১৭৬৪ টাকা ৫০ পয়সা, সেটাই এবার বেড়ে হল ১৭৭৩ টাকা। ১ অগস্ট থেকেই এই বর্ধিত দামে বিক্রি হবে রান্নার গ্যাসের সিলিন্ডার।
মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই মধ্যবিত্তের দুশ্চিন্তা বেড়েছে। বাজারে গেলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে খুব কম জিনিস কিনেই। সবজিতে তো হাতই ছোঁয়ানো যাচ্ছে না। আলু-পেঁয়াজ জোগানোও মুস্কিল হয়ে পড়ছে। এই অবস্থায় ১৪ কেজির গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের।
উল্লেখ্য, গত জুলাই মাসের শুরুতেও ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল, তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমে গিয়েছিল সিলিন্ডার প্রতি ৩১ টাকা করে।