Gold Price Massive Fall: রেকর্ড বৃদ্ধির পর বিরাট পতন হল সোনার দামে! একদিনেই ২৩ হাজার টাকা কমল সোনা, আজ দর কত?

Gold Price & Silver Price in Kolkata on 22 January 2025: দেড় লাখের গণ্ডি পার করে গিয়েছিল হলুদ ধাতু। চিন্তায় ঘুম উড়েছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের। তবে আজ অবশেষে মিল স্বস্তি। রেকর্ড হারে সোনার দাম বৃদ্ধির পর আজ বিরাট পতন হল। একদিনেই প্রায় ২৩ হাজার টাকা কমল সোনার দাম।

Gold Price Massive Fall: রেকর্ড বৃদ্ধির পর বিরাট পতন হল সোনার দামে! একদিনেই ২৩ হাজার টাকা কমল সোনা, আজ দর কত?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jan 22, 2026 | 11:26 AM

কলকাতা: রেকর্ড গড়েছে সোনা। হু হু করে চড়েছে সোনার দাম। দেড় লাখের গণ্ডি পার করে গিয়েছিল হলুদ ধাতু। চিন্তায় ঘুম উড়েছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের। তবে আজ অবশেষে মিল স্বস্তি। রেকর্ড হারে সোনার দাম বৃদ্ধির পর আজ বিরাট পতন হল। একদিনেই প্রায় ২৩ হাজার টাকা কমল সোনার দাম। সোনার পাশাপাশি রুপোর দামও একধাক্কায় অনেকটা কমেছে। আজ কত দাম রয়েছে সোনা-রুপোর, দেখে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৫ হাজার ৪৩১ টাকা। একদিনেই ২২৯ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা। ১০ গ্রামের দাম ২২৯০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ১০০ টাকা। একদিনেই ২২ হাজার ৯০০ টাকা।

২২ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৪ হাজার ১৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ পড়বে ১৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। একদিনেই ২১ হাজার টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ পড়বে ১১ হাজার ৫৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১৫ হাজার ৭৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৫৭ হাজার ৩০০ টাকা। একদিনে ১৭ হাজার ২০০ টাকা দাম কমেছে ১৮ ক্যারেট সোনার দাম।

রুপোর দাম-

সোনার দামে যেমন পতন হয়েছে, তেমনই রুপোর দামেও পতন হয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৩২ হাজার ৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম ৩ লক্ষ ২৫ হাজার টাকা। একদিনে ৫ হাজার টাকা রুপোর দাম কমেছে।